রাজ্য

কলকাতার অনগ্রসর মেয়েদের স্কুলছুট হওয়া থেকে রুখতে বড় উদ্যোগ, আরবিএল ব্যাঙ্কের তরফে বিতরণ ১০০-এরও বেশি সাইকেল ও স্কুল-কিট

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এক বড় উদ্যোগ নিল আরবিএল ব্যাঙ্ক। এই ব্যাঙ্কের সিএসআর উদ্যোগ উম্মিদ ১০০০-এর মাধ্যমে টি সাইকেল দান করল কলকাতার অনগ্রসর মেয়ে ও শিশুদের ১০০৷

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ বিভাগ এবং শিল্প, বাণিজ্য ও উদ্যোগ বিভাগের মাননীয়া ভারপ্রাপ্ত মন্ত্রী ডঃ শশী পাঞ্জা, ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর উইমেন-এর চেয়ারপার্সন প্রফেসর লীনা গঙ্গোপাধ্যায়, শ্রীমতি কৃষ্ণা চক্রবর্তী, মেয়র, বিধান নগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, শ্রীমতি সংঘমিত্রা ঘোষ, প্রধান সচিব, মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতর এবং আরবিএল ব্যাঙ্কের উর্ধতন কর্তৃপক্ষ।

এদিন এই সাইকেল গ্রহণের জন্য বিধাননগরের সেক্টর তিন, এফডি ব্লকে একত্রিত হওয়া মেয়েদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।  এই অনগ্রসর মেয়েদের চিহ্নিত করা হয় ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর উইমেন এবং দক্ষিণ ২৪পরগনা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা, কলকাতার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সহায়তায়।

আসলে, শিশুদের স্কুল ছেড়ে দেওয়ার একটি বড় কারণ হল দূরত্ব। তবে আরবিএলের এই উদ্যোগের মাধ্যমে শিশুদের শিক্ষাক্ষেত্রে যাতায়াতের মতো অতি প্রয়োজনীয় মাধ্যম যেমন প্রদান করা হবে, তেমনই এর মধ্যমে শিক্ষার বিকাশে সহায়তা করবে। এই সাইকেলগুলি মেয়ে-শিশুদের পরিবেশবান্ধব উপায়ে সহজেই স্কুলে যেতে সাহায্য করবে। ব্যাঙ্ক কলকাতা, হায়দ্রাবাদ, রায়পুর, চেন্নাই, কোলহাপুর, গুয়াহাটি, শিলিগুড়ি এবং গোয়া সহ সারা ভারত জুড়ে ১০০০ টিরও বেশি সাইকেল এবং স্কুল-কিট বিতরণ করছে।

এই উদ্যোগের বিষয়ে আরবিএল ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও আর সুব্রামানিয়াকুমার বলেন, “আমরা আমাদের অনন্য সিএসআর প্রোগ্রামের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে সাহায্য করার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। সারা বিশ্বে, শিক্ষা হল মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ উন্মোচনের একমাত্র চাবিকাঠি আর শিক্ষালাভে সুবিধা প্রদানের মাধ্যমে, আমরা সেই সব বাধা সরিয়ে দিতে পারি যা অল্পবয়সী মেয়েদের তাদের স্বপ্ন পূরণে বাধা দেয়”।

debangon chakraborty

Related Articles

Back to top button