রাজ্য

পরীক্ষার দু’মাসের মাথাতেই প্রকাশিত হল ২০২২-এর টেটের ফলাফল, প্রথম স্থান বর্ধমানের ইনা সিংহের, প্রথম পাঁচেই মহিলাদের জয়জয়কার

পরীক্ষার ঠিক দু’মাসের মাথাতেই প্রকাশিত হল টেট পরীক্ষার ফলাফল। আজ, শুক্রবার সাংবাদিক বৈঠক করে ২০২২এর প্রাথমিক টেটের ফলাফল ঘোষণা করলেন পর্ষদের সভাপতি গৌতম পাল। এই প্রথম এত কম সময়ের মধ্যে প্রকাশিত হল টেটের ফলাফল। পর্ষদ সভাপতি জানান যে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখেই প্রকাশিত হয়েছে ফলাফল।

জানা  গিয়েছে, এবারের টেট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন পূর্ব বর্ধমানের ইনা সিংহ। তাঁর প্রাপ্ত নম্বর ১৫০-এর মধ্যে ১৩৩। দ্বিতীয় স্থানে রয়েছেন ৪ জন। তাদের প্রাপ্ত নম্বর ১৩২। তারা চারজনই মহিলা। এরা হলেন হুগলির মৌনিসা কুণ্ডু, পশ্চিম মেদিনীপুরের মেঘনা চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুরের দীপিকা রায়, পূর্ব বর্ধমানের অদিতি মজুমদার। আবার তৃতীয় হয়েছেন চারজন। তারা হলেন পূর্ব মেদিনীপুরের বিকাশ ভক্ত, পশ্চিম মেদিনীপুরের মনামী অধিকারী, বাঁকুড়ার প্রহ্লাদ মণ্ডল, উত্তর ২৪ পরগনার মেহেদি হাসান। এদের সকলের প্রাপ্ত নম্বর ১৩১।

 

এদিন পর্ষদের সভাপতি গৌতম পাল ফলাফল ঘোষণার সময় বলেন, “১১ ডিসেম্বর টেট হয়েছিল। ২ মাসের মধ্যে টেটের ফল ঘোষণা করা হল। রেজিস্ট্রেশন করেছিলেন ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন। ডিসেম্বরের ১১ তারিখে পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৬ লক্ষ ২০ হাজার জন। পাশ করেছেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। শতাংশের নিরিখে ২৪.৩১। মহিলা পাশ করেছেন ৬৯ হাজার ৪০৮ জন। ৪৬.১২১ শতাংশ। পুরুষ পাশ করেছেন ৮১ হাজার ৭৭ জন। ৫৩.৮৭ শতাংশ। অন্যান্য পাশ করেছেন ৬ জন। ১ থেকে ১০ এর মধ্যে ১৭৭ জন রয়েছেন”।

উল্লেখ্য, এবারের টেট পরীক্ষায় স্বচ্ছতার সঙ্গে যে কোনওরকম আপস করা হবে না, তা পর্ষদের তরফে আগেই জানানো হয়েছিল। পরীক্ষার সময়ই পরীক্ষার্থীদের উত্তরপত্রের একটি প্রতিলিপি দিয়ে দেওয়া হয়েছিল। পরে প্রাথমিক উত্তর সংকেত প্রকাশ করা হয়। সেই উত্তর সংকেত দেখে পর্ষদের দেওয়া উত্তরগুলিকে চ্যালেঞ্জ করারও সুযোগ দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের। যে সমস্ত প্রশ্নের উত্তর পরীক্ষার্থীরা চ্যালেঞ্জ করেছিলেন, সেগুলি খতিয়ে দেখে গতকাল, বৃহস্পতিবারই চূড়ান্ত উত্তর সংকেত অর্থাৎ ফাইনাল আনসার কি প্রকাশ করে পর্ষদ। তাতে কয়েকটি ভুল স্বীকারও করে নিয়েছে পর্ষদ।

ছাপার ভুল হোক বা অনুবাদের কারণেই হোক, চারটি প্রশ্ন নিয়ে পরীক্ষার্থীরা প্রশ্ন তুলেছিলেন। পর্ষদ সেই অভিযোগ মেনেও নিয়েছে। পর্ষদের তরফে জানানো হয়, যেসমস্ত পরীক্ষার্থীরা ওই চারটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে, তাদের চার নম্বর দেওয়া হবে তা সে ভুল হোক বা ঠিক। অর্থাৎ এবারের টেট নিয়ে পরীক্ষার্থীদের কোনওরকমের অভিযোগ করার সুযোগই দেয় নি পর্ষদ।

Related Articles

Back to top button