West Bengal

Covid-19: জটিল বাংলার করোনা পরিস্থিতি! মমতার রাজ্যে মিলছেনা খাবার-পানীয় জল, পথ অবরোধ আক্রান্তদের

বিজ্ঞাপন

দেশজুড়ে করোনা পরিস্থিতির ছবিটা ভয়াবহ। বাঁচার জন্য অক্সিজেন সিলিন্ডার এবং‌ মৃত্যুর পর দাহ করার জন্য পর্যাপ্ত কাঠ পর্যন্ত মিলছে না। পরিস্থিতি যত জটিল হচ্ছে ততই প্রকাশ্যে আসছে প্রশাসনিক অব্যবস্থার ছবি।

বিজ্ঞাপন

বাংলার অবস্থা‌ও খুব একটা ভিন্ন নয়। একেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে করোনা আতঙ্ক জাঁকিয়ে বসেছে। এরইমধ্যে প্রশাসনিক অব্যবস্থা পরিস্থিতিকে আর‌ও জটিল করে তুলছে‌।

বিজ্ঞাপন

আরও পড়ুন- করোনার ছোবলে পড়লেন মহাগুরু! কোভিড পজিটিভ মিঠুন চক্রবর্তী

বিজ্ঞাপন

হাসপাতাল থেকে কোয়ারেন্টাইন সেন্টার, সব জায়গাতেই শুধু নেই আর নেই। এমনকী সেফ হোমের করোনা আক্রান্তরা ঠিক মতো খাবার, পানীয় জল পাচ্ছেন না বলে অভিযোগ।

বিজ্ঞাপন

আর এই অভিযোগ নিয়েই মঙ্গলবার ইটাহারে সোজা পথে নেমে আসেন পথ করোনা আক্রান্তরা। যার ফলে ৩৪ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয়।

উল্লেখ্য, মঙ্গলবার ইটাহারের গটলু এলাকায় সরকারি সেফ হোমের আবাসিক করোনা আক্রান্তরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, সেফ হোমে নেই জল। অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে সেখানে। সময়মতো খাবার মিলছে না। এর প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

বিজ্ঞাপন

 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইটাহার থানার পুলিশ। তাঁদের আশ্বাসে শেষ পর্যন্ত অবরোধ ওঠে।প্রসঙ্গত জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রের খবর, রায়গঞ্জ মেডিক্যাল কলেজে স্থাঞ না হওয়ায় ইটাহারের সেফ হোমটি খোলা রয়েছে। সেখানে রয়েছেন বেশ কয়েকজন আবাসিক। রোগীদের অভিযোগ খতিয়ে দেখে পদক্ষপের আশ্বাস দিয়েছেন, উত্তর দিনাজপুরের চিফ মেডিকেল অফিসার।

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading