‘অনুমাধব অনুমাধব চললে মামার বাড়ি’! অনুব্রতর দিল্লি যাত্রা নিয়ে ফের প্যারোডি ‘অনুমাধব ৩’ নিয়ে হাজির রুদ্রনীল, পাল্টা দিলেন কুণাল

‘অনুমাধব ৩’! ফের একবার প্যারোডি কবিতা নিয়ে দোলের দিব হাজির হয়েছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে খোঁচা দিয়ে ফের একবার স্বমহিমায় প্যারোডির মাধ্যমে তৃণমূল নেতা তথা রাজ্য সরকারকে কটাক্ষ করেন রুদ্রনীল। এবার তাঁর সেই প্যারোডির পাল্টা দিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
রুদ্রনীল ঘোষের এই ‘অনুমাধব’ প্যারোডি কিন্তু বেশ হিট। সোশ্যাল মিডিয়ায় আলাদাই চাহিদা রয়েছে তাঁর এই প্যারোডির। এর আগে ‘অনুমাধব পর্ব ১’ নিয়ে বিজেপি নেতাকে তোপ দেগেছিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। এবার ‘অনুমাধব ৩’ নিয়ে রুদ্রনীলকে পাল্টা দিলেন কুণাল।
প্যারোডির মাধ্যমেই ক্ষোভ উগড়ে দিয়ে কুণাল বলেন, “শিল্প ভালো, শিল্পী ভালো হয়, ভালো অভিনয়। সব সুবিধা ভোগের পর বিবেক সাজতে হয়। যতদিন চেয়ার বেতন, ততদিন সুরে তাঁরা। ধান্দা করে আজ বিজেপি দল বদলু যাঁরা। দেখতে শুনতে মজাই লাগে, হাসিও পেয়ে যায়। এতদিনেও বুঝল না এরা এই বাংলার রায়”।
দোলের দিন সাদা পাঞ্জাবি ও দু’গালে আবির মেখে ‘অনুমাধব ৩’ প্যারোডি নিয়ে হাজির হয়েছিলেন রুদ্রনীল। তাঁর কথার পরতে পরতে ছিল ক্তাক্ষা। রুদ্রনীল বলেন, “অনুমাধব অনুমাধব চললে মামার বাড়ি। দোলের দিনে খেললে না রং তোমার সঙ্গে আড়ি। তোমার পাপের সঙ্গী যাঁরা বিদায় বেলায় এসে, মন খারাপের পিচকিরিতে রং ভরেছে ঠেসে। গুড় বাতাসায় পিপড়ে এখন নকুল দানায় মাছি। মুখ ফুটে আর কেউ বলছে না তোমার পাশে আছি”।
এদিন প্যারোডির মাধ্যমে রুদ্রনীল এও বলেন যে তৃণমূলের কেউ অনুব্রতর পাশে রয়েছে, কেউ তা স্বীকার করছে না। এর পাল্টা রুদ্রনীলকে ‘ধান্দাবাজ’ বলে কটাক্ষ করেন কুণাল।
বলে রাখি, গতকাল, মঙ্গলবার অর্থাৎ দোলের দিনই গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে কলকাতা থেকে নিয়ে যাওয়া দিল্লি। সেখানে তাঁকে তিনদিন ইডি-র হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আজ, বুধবার তাঁকে জেরা করবেন তদন্তকারী আধিকারিকরা। সেই প্রসঙ্গ নিয়েই এবার বাকযুদ্ধে জড়ালেন দুই ঘোষবাবু।