West Bengal

লোকাল ট্রেনের ন্যুনতম ভাড়া ৩০, বিজেপি বাংলায় হারের বদলা নিচ্ছে, দাবী নেটিজেনদের

বিজ্ঞাপন

এক ধাক্কায় লোকাল ট্রেনের টিকিটের ন্যুনতম ভাড়া গিয়ে দাঁড়াল ৩০ টাকায়। সোমবার সকালে এমন তথ্য দেখে নিত্যযাত্রীদের প্রায় মাথায় হাত। বাংলায় গতকালই  বিজেপি গো-হারা হেরেছে, তবে কী এটা তারই ফল। শোধ নিচ্ছে বিজেপি? এমনটাই দাবী করে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে ক্ষোভ উগড়ে দেন নেটিজেনরা।

বিজ্ঞাপন

ঘতনাতি আসলে কী? এদিন সকালে Where is my train নামের অ্যাপটি নিয়েই ঘটে বিপত্তি। এই অ্যাপে দেখায় লোকাল ট্রেনের টিকিটের দাম ৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০ টাকা এবং ১৫ টাকার টিকিটের দাম বেড়ে হয়েছে ৩৫ টাকা। সোশ্যাল মিডিয়াতে ট্রেনের টিকিটের এই দামের লিস্টের একটি স্ক্রিনশটও দেওয়া হয়।

বিজ্ঞাপন

লোকাল ট্রেনের ন্যুনতম ভাড়া ৩০, বিজেপি বাংলায় হারের বদলা নিচ্ছে, দাবী নেটিজেনদের 2

বিজ্ঞাপন

আরও পড়ুন- এবার কঙ্গনার রোষের মুখে বাংলা! মমতাকে তীব্র বিদ্রূপ করে পশ্চিমবঙ্গকে কাশ্মীরের সঙ্গে তুলনা অভিনেত্রীর 

বিজ্ঞাপন

ট্রেনের টিকিটের দাম সত্যিই বেড়েছে কি না জানতে ভারতীয় রেলের টিকিটিং অ্যাপ UTS-এ গিয়ে খোঁজ চলে। এরপরই ভ্রান্তি দূর হয়। দেখা যায়, এক পয়সাও দাম বাড়েনি লোকাল ট্রেনের টিকিটের। ৫ টাকার টিকিটের দাম রয়েছে ৫ টাকাই। অন্যান্য স্তরেও টিকিটের দামে কোনও ফেরবদল হয়নি।

এ বিষয়ে বিশেষজ্ঞদের মত, এই অ্যাপের জন্যই বিভ্রান্তি ছড়িয়েছে। এই অ্যাপটি বহু নিত্যযাত্রী ব্যবহার করেন। কিন্তু অ্যাপটি ভারতীয় রেল বা ভারত সরকারের অন্য কোনও সংস্থার নয়। এটি একটি বেসরকারি সংস্থার মালিকানাধীন। তারা ভারতীয় রেলের সার্ভার থেকে তথ্য নিয়ে অ্যাপটি পরিচালনা করে। সঙ্গে ব্যবহারকারীর ফোন থেকেও সংগ্রহ করা হয় তথ্য। ফলে সেই অ্যাপে প্রকাশিত তথ্য কখনোই প্রামাণ্য হিসাবে ধরা উচিত নয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading