রাজ্য

‘এমন দুর্নীতি আগে হয়নি, ৫০ কোটির ছবি না দেখলে বিশ্বাস করতে পারতাম না, লজ্জা তো আছেই’, পার্থ-কাণ্ডে বললেন সৌগত

এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Scam Case) পার্থ চট্টোপাধ্যায়কেই (Partha Chatterjee) মাস্টারমাইন্ড বলে দাবী করেছে সিবিআই। এই মামলায় প্রাথমিক চার্জশিট পেশ করেছে সিবিআই। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জন্যযে দলকে বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছে, তা কার্যত স্বীকার করে নিলেন দমদমের সাংসদ সৌগত রায় (Saugata Roy)।

উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে গত জুলাই মাসে ইডির হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৫০ কোটি টাকা। অর্পিতা ইডিকে জানিয়েছেন যে এই টাকা তাঁর নয়। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে এত বেশি টাকা উদ্ধার হতে দেখে বেশ ক্ষুব্ধ রাজ্যবাসী।

এবার কার্যত তৃণমূল সাংসদ সৌগত রায় স্বীকার করে নেন যে পার্থ চট্টোপাধ্যায়ের কারণে দলকে বেশ চাপের মুখে পড়তে হয়েছে। তিনি বলেন, “এমন দুর্নীতি দেশে আগে বিশেষ দেখা যায়নি। লালুপ্রসাদ জেল খাটলেও টাকা উদ্ধার হয়নি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুখরামের থেকে ৩-৪ কোটি উদ্ধার হয়েছে। ৫০ কোটি টাকার ছবি না দেখলে বিশ্বাস করতে পারতাম না”।

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “টাকার পাহাড় দেখার পর লোকের কাছে কী জবাব দেব? ওই বিড়ম্বনা, লজ্জা তো আমাদের আছেই”। শুধু সৌগত রায়ই নয়, দলের অনেক নেতাদের গলাতেই এই একই সুর শোনা গিয়েছে।  

এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন খড়দহের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ও। এক অনুষ্ঠানে সম্প্রতি তিনি বলেন, “বিধানসভায় আমি বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কোর্ট থেকে পরিষ্কার হয়ে আসতে হবে। নাহলে দল কাউকে স্বীকার করবে না। চোর প্রমাণ হলে দল তাকে সহ্য করবে না”।

Related Articles

Back to top button