West Bengal

‘ছোটবেলা থেকে এদের দেখেছি, কখন দুর্নীতিতে জড়িয়ে পড়ল, টেরই পাওয়া গেল না’, দুর্নীতিপরায়ণ নেতাদের বিরুদ্ধে আক্ষেপ সৌগতর

বিজ্ঞাপন

এর আগেও তিনি দলের দুর্নীতি (corruption) নিয়ে কথা বলেছেন। কখনও বিরোধীদের কটাক্ষ করাই হোক বা দলকে নিয়ে কোনও মন্তব্য, মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। এবার এক অনুষ্ঠানে দলের দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে আক্ষেপের সুর শোনা গেল বর্ষীয়ান এই নেতার গলায়।

বিজ্ঞাপন

সাম্প্রতিককালে একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসক দলের একাধিক নেতার। নিয়োগ দুর্নীতির জেরে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি ও টেট দুর্নীতিতে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন শিক্ষা দফতরের একাধিক আধিকারিক। আবার গরু পাচার কাণ্ডে গ্রেফতার হয়ে জেলে রয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

বিজ্ঞাপন

এই নিয়ে রাজ্য সরকারকে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করেছে বিরোধীরা। যদিও সৌগত রায়ও এই দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন আগে। তবে তিনি এও স্পষ্ট করে দেন যে দলের সকলে ‘চোর’ নয়। অন্য কারোর দুর্নীতির দায় যে দল নেবে না, তাও জানান তিনি। এবার দলের সতীর্থদের জন্য বেশ আক্ষেপ করতেই শোনা গেল সৌগত রায়কে।

বিজ্ঞাপন

সম্প্রতি, বরানগরে বিজয়া সম্মিলনীর একটি অনুষ্ঠানের ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সেখানে সৌগত রায় বলেন, “দলের কেউ কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়েছে দেখলে আমি ব্যথিত হই। ছোটবেলা থেকে এদেরকে দেখেছি। কখন দুর্নীতি কাণ্ডে জড়িয়ে পড়ল, টের পাওয়া যায়নি, আমি দুঃখিত। চাকরিতে বেআইনিভাবে প্রবেশ করানোর শেষ কোথায়, তা কেউ জানে না”।

বিজ্ঞাপন

এই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, “কেউ যদি ব্যক্তিগত দুর্নীতি করে থাকে, তার দায় দল কখনো নেবে না। একজন চিকিৎসক যদি চিকিৎসায় ত্রুটি করে, তাহলে পরিবারের কাউকে কি ডাক্তার দেখানো যাবে না? একজন শিক্ষক খারাপ হলে অন্য শিক্ষকের কাছে সন্তানকে পাঠানো কি উচিত নয়? সে রকম দলের ভিতরে কোন নেতা যদি ভুল করে থাকে, তাহলে তার দায় দলের নয়”।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading