রাজ্য

‘প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলকে জড়িয়ে তাঁকে ‘অশালীন’ মন্তব্য, সৌমিত্র খাঁ-কে আইনি নোটিশ ধরালেন সায়নী

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে জড়িয়ে তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষকে নিয়ে মন্তব্য করেছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। কুন্তল ও সায়নীর মধ্যে সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলে এবার বিপাকে পড়লেন বিজেপি নেতা। তাঁর সেই মন্তব্যের জেরে এবার তাঁকে আইনি নোটিশ পাঠালেন সায়নী। সৌমিত্রর বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠিয়ে সায়নী দাবী বিজেপি নেতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তাঁর মন্তব্যের কারণে।

টুইটে সেই আইনি নোটিশের কপির ছবি দিয়ে সায়নী লেখেন, “আমি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে আইনি নোটিশ শেয়ার করলাম। গত ৩ ফেব্রুয়ারি তিনি প্রকাশ্যেই একটি মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের জেরেই এই নোটিস। তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে”।

নিয়োগ দুর্নীতিতে রাজ্য এখন উত্তাল। এই নিয়োগ দুর্নীতিতে সম্প্রতি গ্রেফতার হয়েছে তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। তার সঙ্গে তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই নতুন বিতর্ক ছড়িয়েছে। সেই বিষয় নিয়ে মন্তব্য করন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

গত শুক্রবার বিবাহবিচ্ছেদ মামলায় বাঁকুড়া জেলা আদালতে উপস্থিত হয়েছিলেন সৌমিত্র খাঁ। সেখানেই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গ উঠলে সায়নী ঘোষকে নিয়ে মন্তব্য করেন তিনি। বলেন, “সায়নী ঘোষ নাচতে নাচতে সবার বিরুদ্ধে মামলা করেন। কিছুদিন আগে তিনি মহাদেবকে নিয়েও অশালীন মন্তব্য করেছিলেন। কুন্তল ও সায়নীর কোনও অবৈধ সম্পর্ক রয়েছে কিনা, তারও তদন্তের প্রয়োজন”।

বিজেপি নেতার এহেন মন্তব্যের পরই এবার তাঁকে আইনি নোটিশ ধরালেন সায়নী ঘোষ। তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা জানালেন। বলে রাখি, এর আগে কুন্তল ঘোষের সঙ্গে তাঁর ছবি সামনে আসার ঘটনার পর সায়নী বলেছিলেন, “কুন্তল ঘোষকে আমি চিনি না, একথা আমি বলব না। প্রচুর ছবিতে আমার সঙ্গে ওঁকে দেখা গিয়েছে, সেটাও আমার অজানা নয়। তবে আমাদের প্রত্যেকদিনই প্রচুর মানুষের সঙ্গে দেখা করতে হয়। অনেকেই এসে আমার সঙ্গে ছবি তোলেন। ব্যক্তিগতভাবে সবাইকে চেনা সম্ভব নয়। তবে কুন্তল আমাদের যুব সংগঠনে রয়েছেন। তাই ওঁকে আমি চিনি”।

Related Articles

Back to top button