পার্থর মতো শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলকেও কী ছেঁটে ফেলতে চাইছে তৃণমূল? সায়নী ঘোষের মন্তব্যে বাড়ল জল্পনা

শিক্ষক নিয়োগ দুর্নীতি (teachers recruitment scam) কাণ্ড ধৃত কুন্তল ঘোষকেও (Kuntal Ghosh) কী এবার দল থেকে ছাঁটতে চলেছে তৃণমূল? যুব নেত্রী সায়নী ঘোষের (Sayoni Ghosh) মন্তব্যে যেন এই জল্পনাই উঁকি দিল। এদিকে, গতকাল, রবিবার সিজিও কমপ্লেক্সে কুন্তলের শারীরিক পরীক্ষা করা হয়। বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে তিনজন চিকিৎসক সিজিও কমপ্লেক্সে গিয়ে স্বাস্থ্যপরীক্ষা করেন কুন্তলের। এই নিয়েও বেশ ধোঁয়াশা রয়েছে।
গতকাল, রবিবার ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির থিম সং প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সায়নী ঘোষ। সেখানেই একাধিক প্রশ্নের জবাব দেন যুবনেত্রী। হুগলির তৃণমূল যুব নেতা কুন্তলের গ্রেফতারির দল ঠিক কী পদক্ষেপ নিতে চলেছে, সে বিষয়ে মন্তব্য করেন তিনি।
এদিন সায়নী বলেন, “পার্থ চট্টোপাধ্যায় অনেক বেশি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তাই তড়িঘড়ি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তদন্ত চলছে। প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী হিসাবে চিহ্নিত করা যায় না। অপরাধ করলে নিশ্চয়ই ব্যবস্থা করা হবে। আমি যুব সভানেত্রী হিসাবে বলতে পারি কুন্তল ঘোষকে নিরাপত্তা দেওয়ার মতো কোনও অভিসন্ধি আমাদের নেই”।
সায়নীর এহেন মন্তব্য থেকেই প্রশ্ন উঠছে যে তৃণমূল কী তবে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের ডানা ছাঁটতে চলেছে? পার্থ চট্টোপাধ্যায়ের মতো কুন্তললের বিরুদ্ধে দল কোনও পদক্ষেপ নেয় কী না, এখন সেটাই দেখার।
বলে রাখি, চিনার পার্কে কুন্তল ঘোষের জোড়া ফ্ল্যাটে তল্লাশির পর গত ২১ জানুয়ারি তাকে গ্রেফতার করে ইডি। প্রথমদিকে কুন্তল ঘোষ ইডি আধিকারিকদের তদন্তে অসহযোগিতা করছিলেন বটে তবে টানা জেরায় ভেঙে পড়েন তিনি। তদন্তকারীদের প্রশ্নের জবাবে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করেছেন কুন্তল। তিনি দাবী করেন যে তিনি পার্থ চট্টোপাধ্যায়কে ১৫ কোটি টাকা দিয়েছেন। তবে একসঙ্গে বিপুল টাকা দেননি কুন্তল। কখনও নাকতলার অফিস আবার কখনও শপিং মলে পার্থ চট্টোপাধ্যায়ের সেক্রেটারির সঙ্গে দেখা করতেন কুন্তল। তাঁর হাত দিয়ে টাকা সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের হাতে পৌঁছে যেত। কুন্তলের এই দাবী কতটা সত্যি, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।