West Bengal

পরিস্থিতি দেখে আগামী ৫ই সেপ্টেম্বর থেকে স্কুল খুলতে পারে রাজ্যে, জানালেন মমতা

বিজ্ঞাপন

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শিক্ষক দিবসের দিন থেকে একদিন অন্তর ক্লাস করানোর চেষ্টা করা হবে স্কুলগুলিতে। আজ নবান্নে এমনটাই জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আগামী ৩১শে অগাস্টের পর স্কুলগুলি খোলার বিষয় উদ্যোগ নেওয়া যেতে পারে। তবে ৩১শে অগাস্ট অবধি সব বন্ধ থাকবে। যদি সব ঠিক থাকে তবে ৫ই সেপ্টেম্বর থেকে একদিন অন্তর ক্লাস করানো যেতে পারে। পুজোর আগের এক মাস এইভাবেই একদিন অন্তর স্কুল খুলে রাখা হতে পারে।’

বিজ্ঞাপন

রাজ্যে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তা নিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘রাজ্যে এখন করোনা টেস্টের সংখ্যা বাড়ছে। রাজ্যের ৫৬টি ল্যাবে করোনার পরীক্ষা চলছে। তাই রাজ্যে প্রতিদিন ১৬-১৭ হাজার টেস্ট হচ্ছে।’ মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘রাজ্যে টেস্ট যত বাড়ছে, আক্রান্তের সংখ্যাও ততই বাড়ছে। এমনকি উত্তর পূর্ব ভারত থেকেও মানুষ এই রাজ্যে চিকিৎসা করাতে আসছেন।’ বাংলার স্বাস্থ্য ব্যবস্থার মতো পরিকাঠামো অনেক জায়গাতে নেই বলে তিনি দাবি করেছেন।

বিজ্ঞাপন

এছাড়াও তিনি ঘোষণা করেছেন সরকারের তরফে রাজ্য ফ্রী হেল্পলাইন নম্বর, ১৮০০-৩১৩-৪৪৪-২২২, যেখানে ফোন করলে মানুষ যাবতীয় সুবিধা পাবেন। পাশাপাশি করোনা রুখতে আগামী অগাস্ট মাসে সপ্তাহে দু’দিন করে সম্পূর্ণ লকডাউন জারি থাকবে রাজ্যে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading