বাংলার গর্ব! দুর্ঘটনা থেকে রক্ষা করবে ‘স্মার্ট হেলমেট’, স্মার্ট জুতোর পর ফের অভিনব আবিষ্কার জুটমিলের শ্রমিকের ছেলের

এর আগে সে বানিয়েছিল স্মার্ট জুতো। তার সেই আবিষ্কারে সকলকে তাক লাগিয়েছিল সে। এবার ফের আরও এক অভিনব আবিষ্কার বাংলার ছেলের। এবার স্মার্ট হেলমেট বানিয়ে সকলকে চমকে দিল হুগলির চন্দননগরের সৌভিক শেঠ। সকলে কুর্ণিশ জানিয়েছে তাকে।
পরিবার সেভাবে স্বচ্ছল নয়। অর্থাভাব লেগেই থাকে। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও নিজের পড়াশোনার ইচ্ছাটাকে কোনওদিনও ম্লান হতে দেয়বি সৌভিক। চন্দননগরের কানাইলাল বিদ্যামন্দির ইংলিশ সেকশন স্কুলের নবম শ্রেণীর ছাত্র সে।
পড়াশোনার মাঝেই নানান নতুন নতুন জিনিস আবিষ্কার করার নেশা সৌভিকের চিরদিনের। আর সেই ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়েই নানান অভিনব জিনিস আবিষ্কার করে সৌভিক। এর আগে তার আবিষ্কার ছিল স্মার্ট জুতো। আর এবার সে তৈরি করে ফেলল স্মার্ট হেলমেট। তিনটি অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে এই হেলমেটে। ইন্ডিকেটর লাইট, ব্লুটুথ কলিং সিস্টেম রয়েছে এতে। চার্জ দেওয়া যাবে এই স্মার্ট হেলমেটে।
জানা যাচ্ছে, হেলমেটের পিছন দিকে ইন্ডিকেটর ব্লিঙ্ক করবে বা জ্বলবে। আর এর ফলে অন্ধকারে পিছন থেকে আসা গাড়ি সহজেই বুঝতে পারবে। অনেকেই গাড়ি চালাতে চালাতে ফোন ধরতে পারেন না। অনেকে আবার গাড়ি চলন্ত অবস্থায় ফোনে কথা বলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন।
সেই কারণে তাদের কথা মাথায় রেখেই এই হেলমেটে ব্লুটুথ কলিং সিস্টেম লাগিয়েছে সৌভিক। সোলার চার্জিং সিস্টেম রয়েছে এই হেলমেটে। এর ফলে সূর্যের তাপেই চার্জ হবে হেলমেটে। এই স্মার্ট হেলমেটটি তৈরি করতে ১০০০ টাকা খরচ পড়েছে বলে জানায় সৌভিক। তার সাফল্যে খুব খুশি তার বাবা-মা। বাহবা জানিয়েছে সৌভিকের স্কুল কর্তৃপক্ষও।