West Bengal

West Bengal Election 2021: বাংলায় কোন কেন্দ্রে কবে ভোট দেখে নিন এক ঝলকে

বিজ্ঞাপন

একটু আগেই ঘোষণা হয়েছে ভোটের নির্ঘন্ট। বাংলায় আট দফায় ভোট ঘোষণা হয়েছে। দেখে নিন কোন আসনে কবে ভোট-

বিজ্ঞাপন

প্রথম দফায় ২৭শে মার্চ ভোট হবে দাঁতন, খেজুরি, এগরা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, রানিবাঁধ, খড়গপুর, জয়পুর।

বিজ্ঞাপন

দ্বিতীয় দফায় ১লা এপ্রিল কেশপুর, নন্দীগ্রাম, পিংলা, সবং, ঘাটাল, কোতুলপুর, তালডাংরা, গোসাবা, হলদিয়া, তমলুক।

বিজ্ঞাপন

আরও পড়ুন – পশ্চিমবঙ্গে ২১ এর ভোটের দিনক্ষন ঘোষণা করল নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

তৃতীয় দফায় অর্থাৎ ৬ এপ্রিল রায়দিঘি, বাসন্তী, সাতগাছিয়া, পলতা, আমতা, ক্যানিং, হরিপাল, পুড়শুড়া, গোঘাট, খানাকুল।

চতুর্থ দফা অর্থাৎ ১০ এপ্রিল যাদবপুর, কসবা, ভাঙড়, সোনারপুর উঃ, বেহালা পূর্ব, টালিগঞ্জ, বেহালা পঃ, বজবজ, বালি, শিবপুর, ডোমজুড়, উত্তরপাড়া, সিঙ্গুর, দিনহাটা, আলিপুরদুয়ার, মাদারিহাট, ফালাকাটায় ভোট।

বিজ্ঞাপন

পঞ্চম দফা অর্থাৎ ১৭ এপ্রিল দমদম, বরানগর, কামারহাটি, পানিহাটি, বিধাননগর, রাজারহাট-গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসাত, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পঙ, চোপড়া, ইসলামপুর, রায়গঞ্জে ভোট

ষষ্ঠ দফা অর্থাৎ ২২ এপ্রিল নৈহাটি, বীজপুর, ভাটপাড়া, ব্যারাকপুর, দমদম উত্তর, মঙ্গলকোট, কাটোয়া, খড়দা, কেতুগ্রাম, ইটাহারে ভোট

সপ্তম দফা (২৬ এপ্রিল): কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জে ভোট

অষ্টম দফা (২৯ এপ্রিল): মালদা, ইংরেজবাজার, বহরমপুরে ডোমকল, কান্দি, চৌরঙ্গি, এন্টালি, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া, লাভপুর, বোলপুর, সিউড়িতে ভোট।

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading