সপ্তাহান্তেও দুর্ভোগ! রবিবার গোটা দিন সম্পূর্ণ বন্ধ হাওড়া-বর্ধমান শাখার ট্রেন চলাচল, শিয়ালদহ শাখাতেও বাতিল একগুচ্ছ লোকাল

যাত্রীদের জন্য ট্রেনের সমস্যা যেন বন্ধ হওয়ার নামই নেই। বিগত প্রায় একমাসের বেশি সময় ধরে ট্রেনের সমস্যায় ভুগছেন যাত্রীরা। শিয়ালদহ শাখায় ক্রমাগত ট্রেনের সমস্যা হয়েই চলেছে। বিরাম নেই হাওড়া শাখাতেও। সেখানেও কাজের জন্য বাতিল হচ্ছে ট্রেন।
আর এই ক্রমাগত নানান শাখায় ট্রেন বাতিলের জেরে দিনদিন দুর্ভোগ বেড়েই চলেছে নিত্যযাত্রীদের। এরই মধ্যে ফের একবার এল দুঃসংবাদ। সপ্তাহ শেষেও ভুগতে হবে ট্রেনের কারণে। শনিবার ও রবিবার শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ লোকাল। রবিবার তো গোটা দিন পুরোপুরিই বন্ধ থাকবে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের সমস্ত ট্রেন।
পূর্ব রেল সূত্রের খবর অনুযায়ী, শনিবার রাত ১০টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত কাজ চলবে নৈহাটি স্টেশনে। এর জেরে সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় বাতিল হয়েছে একাধিক লোকাল। সূত্রের খবর, শনিবার রাতে বাতিল করা হয়েছে শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-রানাঘাট ও শিয়ালদহ-শান্তিপুর রুটে তিনজোড়া লোকাল।
এখানেই শেষ নয়। বাতিলের তালিকায় রয়েছে ৫ জোড়া শিয়ালদহ-নৈহাটি লোকাল, ৩ জোড়া শিয়ালদহ-রানাঘাট লোকাল, ৪ জোড়া শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল, ২ জোড়া শিয়ালদহ-বারাকপুর লোকাল। এছাড়াও, একজোড়া করে শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-কৃষ্ণনগর, শিয়ালদহ-গেদে, দমদম জংশন এবং বারাকপুর লোকাল বাতিল করা হয়েছে বলে খবর।
অন্যদিকে আবার রবিবার গোটা দিন কার্যত বন্ধই থাকছে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের সমস্ত ট্রেন চলাচল। বেলানগরে ইলেকট্রিক ইন্টারলকিংয়ের কাজ চলবে। সেই কারণেই বন্ধ থাকবে ট্রেন পরিষেবা। জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে বারোটা থেকে রবিবার রাত সাড়ে এগারোটা পর্যন্ত বর্ধমান থেকে বেলানগরের মধ্যেকার আপ ও ডাউন মিলিয়ে মোট ১৬ জোড়া ট্রেন বাতিল হয়েছে। এদিন কোলফিল্ড, কুম্ভ, মুম্বই এক্সপ্রেসও ব্যান্ডেল দিয়ে ঘুরে যাবে। ছুটির দিন হলেও সমস্ত ট্রেন এমন বন্ধ থাকলে যাত্রীরা যে বেশ সমস্যায় পড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না।