‘হয়তো তোমারই জন্য, হয়েছি প্রেমে যে বন্য’,একে অপরের জন্য রোম্যান্টিক গান গেয়ে খোলাখুলি আড্ডা মাতালেন শোভন-বৈশাখী

পুজোর আগে থেকেই শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জুটি হিট। এর আগে শোভনকে চারিদিকে প্রদক্ষিণ করে বৈশাখীর ‘তা তা থৈ থৈ’ নাচ নিমেষে ভাইরাল হয়েছে। আর এবার এক বেসরকারি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় একে অপরের জন্য রোম্যান্টিক গান গাইলেন এই জুটি।
এদিন এই সাক্ষাৎকারে বৈশাখীর কোন জিনিসটি সবথেকে বেশি ভালো লাগে, এর উত্তর দিতে গিয়ে শোভন বলেন নে, বৈশাখীর ব্যাখ্যা করে সিনসিয়ারিটি নিয়ে কথা বলা তাঁর অত্যন্ত পছন্দ। অন্যদিকে বৈশাখী জানান যে শোভনের সারল্য তাঁকে মুগ্ধ করে।
এদিন এই জুটি জানান যে গত ১৩ বছর হয়ে গিয়েছে তাদের সম্পর্কের। একে অপরকে নিয়ে ভূয়সী প্রশংসা করতে শোনা গেল শোভন ও বৈশাখীকে। বৈশাখী এও জানালেন যে শোভন একসময়ের বেশ দাপুটে মেয়র হলেও, তিনি তাঁর উপর কখনও কোনও জোর খাটান নি। এছাড়াও নিজেদের বেশ রোম্যান্টিক বলেই দাবী করেছেন তারা।
View this post on Instagram
রবীন্দ্রসঙ্গীতের তালে নাচের পর এবার এদিন পালা গানের। পিয়ানোয় শোভন যখন টুংটাং সুর তুললেন, সেই সময়ই দুজনের কণ্ঠেই উঠে এল চিরসবুজ গান, “হয়তো তোমারই জন্য, হয়েছি প্রেমে যে বন্য”। তাদের এই ভিডিও-ও যে বেশ ভাইরাল হবে, তা বলাই বাহুল্য।