West Bengal

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর ফের একসূত্রে জুড়ল দক্ষিণ কলকাতা ও নন্দীগ্রাম, নেপথ্যে মাধ্যমিকে চতুর্থ স্থানাধিকারী কলকাতার শ্রুতর্ষি

বিজ্ঞাপন

ফের একবার একই সূত্রে বাঁধা পড়ল দক্ষিণ কলকাতা ও নন্দীগ্রাম। না তবে এবার উদ্যোক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন। এবার এই মিলনের নেপথ্যে রয়েছে কলকাতার মেধাবী ছাত্র শ্রুতর্ষি ত্রিপাঠি।

বিজ্ঞাপন

আজ, শুক্রবার প্রকাশিত হয়েছে ২০২২ সালের মাধ্যমিকের ফলাফল। মেধাতালিকায় চারজন চতুর্থ স্থান পেয়েছে। এই চারজনের মধ্যেই একজন হল কলকাতার শ্রুতর্ষি। পাঠভবনের ছাত্র সে। আরও বড় হয়ে ভালোভাবে লেখাপড়া করে সে চায় বিদেশে গিয়ে রিসার্চ করতে।

বিজ্ঞাপন

তবে শ্রুতর্ষি কলকাতাতে থাকলেও সে কিন্তুব আদতে এই শহরের ছেলে নয়। আসলে শ্রুতর্ষির বাবার বদলির চাকরি। তিনি সরশুনা কলেজের অধ্যক্ষ। শ্রুতর্ষিরা আসলে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। তবে বাবার চাকরির জন্য আপাতত তারা দক্ষিণ কলকাতার সেলিমপুরের বাসিন্দা। শ্রুতর্ষির মা গৃহবধূ।

বিজ্ঞাপন

ছেলের এই ফলাফল নিয়ে শ্রুতর্ষির বাবা শুভঙ্কর ত্রিপাঠি বলেন, “ছেলের পড়াশোনা মায়ের কাছেই। বাড়ি থেকে খুব কম বেরোত। বন্ধুবান্ধবও নেই। বন্ধু বলতে বিভিন্ন বই এবং ছবি আঁকা”। শ্রুতর্ষি বিজ্ঞান নিয়ে পড়তে চান বলে জানান তার বাবা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading