শুভেন্দু পিতা শিশিরকে রাজ্যপাল করার ভাবনা কেন্দ্রের!

তৃণমূলের সঙ্গে অধিকারী পরিবারের দূরত্ব যত বেড়েছে ততই ঘনিষ্ঠতা বেড়েছে বিজেপির সঙ্গে। একমাত্র দিব্যেন্দু অধিকারীই এখনও পর্যন্ত তৃণমূলের সঙ্গ ত্যাগ করেননি।
বাংলার শাসক দল তৃণমূলকে প্রথম ধাক্কা দেন অধিকারী পরিবারের বড় ছেলে শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সহযোদ্ধা চলতি বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে হঠাৎই দীর্ঘ কুড়ি বছরের সম্পর্ক ত্যাগ করে পদ্মফুলে চলে যান। এরপর একে একে ভাই সৌমেন্দু পরে বাবা ও তৃণমূলের দাপুটে নেতা শিশির অধিকারীও তৃণমূল ত্যাগ করে পদ্মফুল হাতে তুলে নেন।
আর মোক্ষম পরিস্থিতিতেই পুরনো সতীর্থদের আক্রমণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন নন্দীগ্রামে নিরীহ গ্রামবাসীর ওপর গুলি চালানোর ঘটনায় মূল মাথা শিশির-শুভেন্দু! এই ঘটনা নন্দীগ্রাম নির্বাচনকে কতটা প্রভাবিত করবে তা ২রা মে’র ফলাফল বলবে।
কিন্তু তার আগে এবার শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারীকে রাজ্যপাল বানানোর ভাবনা চিন্তা করছে কেন্দ্র।
আরও পড়ুন- আরামবাগে আক্রান্ত সুজাতা, কী প্রতিক্রিয়া দিলেন সৌমিত্র খাঁ?