রাজ্য

বিশ্বের একমাত্র গণতন্ত্রের পূজারি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আসানসোলে ভোট প্রচারে গিয়ে দাবী সোহমের

সামনেই আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। এর জন্য ভোট প্রচারে এখন ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলেরই নেতারা। আপাতত তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার জন্য আসানসোলে ভোট প্রচারে ব্যস্ত অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী।

আর সেই সেখান থেকেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে আক্রমণ শানান সোহম। বিপ্লব দেবের সমালোচনা করে বলেন যে গোটা বিশ্বে একজনই রয়েছে যিনি গণতন্ত্রের পূজারি, আর তিনি হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচারের জন্য আসানসোলে এসেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। দলীয় সভায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ শানান। বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে মমতা সরকারকে তোপ দাগেন তিনি। এরই পাল্টা জবাব দেন সোহম।

উপনির্বাচনের প্রচারে আসানসোলে গিয়ে বিপ্লব দেব তথা বিজেপিকে আক্রমণ করে সোহম বলেন, “ত্রিপুরায় নির্বাচন চলাকালীন তৃণমূল নেতৃত্বদের হেনস্থা করেছে বিপ্লব দেবের সরকার৷ ওরা নিজেরাই গণতন্ত্রের হত্যাকারী৷ আইন শৃঙ্খলা নিজেদের হাতে তুলে নেন। বাংলায় সেটা হয়না। বাংলা গণতান্ত্রিক উপায় মেনে চলে। গোটা বিশ্বে একমাত্র এক জনই রয়েছেন গণতন্ত্রের পূজারি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়”।

Related Articles

Back to top button