রাজ্য

‘আমাদের দলে অনেক খারাপ লোক রয়েছে, অনেকেই বাড়ি তৈরির নামে টাকা নিয়েছে’, দলের দুর্নীতি নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়

পঞ্চায়েত নির্বাচনে (Panchayet Election) জনসংযোগ বাড়াতে ‘দিদির সুরক্ষাকবচ’ নামের নতুন কর্মসূচি শুরু করেছে তৃণমূল। এই কর্মসূচিতে ‘দিদির দূত’রা (Didir Dut) নানান এলাকায় ঘুরে মানুষের অভাব-অভিযোগ শুনছেন। নানান এলাকাতেই আমজনতার ক্ষোভের মুখে পড়ছেন নানান তৃণমূল নেতা-নেত্রী। সেই একই ঘটনা ঘটল খড়দহের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chatterjee) সঙ্গেও।

‘দিদির দূত’ হয়ে এলাকায় ঢুকতেই দলীয় কর্মীর অভিযোগের মুখে পড়তে হয় বিধায়ককে। এদিন বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন, “আমাদের দলে খারাপ লোক রয়েছে। বিরোধীরা যদি বলতে পারে তাদের দলে খারাপ লোক নেই, তাহলে তাদের পার্টিঅফিসে ঝারুদারের কাজ করব”।

গতকাল, বুধবার ঘোলা বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ‘দিদির দূত’ হয়ে গিয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় । এদিন এলাকা ঘুরে দেখার পর বিতর্কিত মন্তব্য করেন তিনি। বলেন, “আমাদের দলে অনেক খারাপ লোক আছে। অনেকেই বাড়ি তৈরির নামে টাকা নিয়েছে। আবার অনেকের বাড়িতে বহু টাকা পাওয়া গিয়েছে। এটা অন্যায়। বিরোধীরা যদি বলতে পারে তাঁদের দলে খারাপ লোক নেই, তাহলে তাঁদের পার্টি অফিসে আমি ঝাড়ুদারের কাজ করব”।

এখানেই শেষ নয়। এর পাশাপাশি নীরব মোদী, মেহল চোক্সীদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনা নিয়েও মন্তব্য করেন তিনি। এই প্রসঙ্গ টেনে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “তাঁরা কী করে বিদেশে পালিয়ে গেল?  তাদের থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি টাকা নেননি? কী করে তাঁদেরকে বিদেশে যাওয়ার ছাড় দিলেন উনি”?

প্রসঙ্গত, গতকাল শোভনদেনবাবু এলাকায় গেলে তাঁকে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জমি দখল করার অভিযোগ জানান এক তৃণমূল কর্মী। এদিন কর্মসূচির আগেও নানান অভিযোগ পান তৃণমূল বিধায়ক। যদিও পঞ্চায়েত প্রধানকে নিয়ে ওই অভিযোগ এড়িয়েই যান তিনি। বলেন, এই বিষয়ে দলীয় কার্যালয়ে কথা বলবেন।

debangon chakraborty

Related Articles

Back to top button