রাজ্য
দর্শনার্থীদের জন্য বড় সিদ্ধান্ত রেলের, পুজোর সময় সারারাত চলবে ‘স্পেশ্যাল’ লোকাল ট্রেন, কোন স্টেশন থেকে কখন ট্রেন ছাড়বে, জেনে নিন

শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো। মহালয়া থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। রাতে ঠাকুর দেখতে যাতে দর্শনার্থীদের কোনও সমস্যায় না পড়তে হয়, সেই কারণে এবার বড় উদ্যোগ নিল রেল কর্তৃপক্ষ। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত শিয়ালদহ শাখায় চালানো হবে ২০টি স্পেশ্যাল লোকাল ট্রেন। কখন কোন স্টেশন থেকে এই ট্রেন ছাড়বে, দেখে নিন একনজরে-
- শিয়ালদহ থেকে বনগাঁর শেষ ট্রেন ছাড়বে রাত ১২.৪০ মিনিটে। বনগাঁ থেকে শেষ শিয়ালদহ লোকাল ছাড়বে রাত ১১.৫৫ মিনিটে।
- শিয়ালদহ থেকে রানাঘাটের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত ১২.৪০ মিনিটে। আবার রানাঘাট থেকে শিয়ালদহ লোকাল ছাড়বে রাত ১১.৪৫ মিনিটে।
- শিয়ালদহ থেকে শেষ ডানকুনি লোকাল ছাড়বে রাত ১১.৩০ মিনিটে। ডানকুনি থেকে শিয়ালদহের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত ১২.২৫ মিনিটে।
- রাতে দু’টি স্পেশাল শিয়ালদহ-নৈহাটি লোকাল চালানো হবে। একটি ছাড়বে রাত ১১.৪৫ মিনিটে, অন্যটি ২.৩০ মিনিটে। নৈহাটি থেকে শিয়ালদহের উদ্দেশে শেষ দু’টি ট্রেন ছাড়বে রাত ১২.২৫ ও ২.৫৫ মিনিটে। এক জোড়া রানাঘাট-বনগাঁ লোকালও চলবে পুজোর সময়। রানাঘাট থেকে শেষ বনগাঁ লোকাল ছাড়বে রাত ১০টায়। অন্য দিকে, বনগাঁ থেকে শেষ রানাঘাট লোকাল ছাড়বে ৯.৫৮ মিনিটে।
- বজবজ থেকে শেষ শিয়ালদহ লোকাল ছাড়বে রাত ১২.৩০ মিনিটে। শিয়ালদহ থেকে বজবজের শেষ ট্রেন রাত সাড়ে ১১টায় ছাড়বে
- তিন জোড়া শিয়ালদহ-বারুইপুর লোকালও বাড়ানো হয়েছে। শিয়ালদহ থেকে একটি ছাড়বে দুপুর ৩.২০ মিনিটে। বাকি দু’টি ছাড়বে রাত সাড়ে ১২টা এবং ২.২০ মিনিটে।
- বারুইপুর থেকেও তিনটি শিয়ালদহ লোকাল ছাড়বে। একটি বিকেল ৪.৩৮ মিনিটে। বাকি দু’টি রাত ১.২৫ মিনিটে ও রাত ৩.১০ মিনিটে।