West Bengal

সামনে ফলের ব্যবসা, পিছনে কয়লা, গরু পাচারের বিশাল চক্র! মেছুয়া বাজারের প্রভাবশালী তৃণমূল নেতার বাড়িতে হানা রাজ্য আয়কর দফতরের

বিজ্ঞাপন
কয়েক বছর আগেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন এই ব্যক্তি। সেবার সৌজন্যে ছিল গুণধর পুত্র আম্বিয়া সোহরাব। মেছুয়া বাজারে বেতাজ বাদশা। মহম্মদ সোহরাব-এর বড় ছেলে। রেড রোডে কুচকাওয়াজের মহড়া চলাকালীন এক জওয়ানকে গার্ড রেল ভেঙে গাড়ি দিয়ে পিষে দিয়েছিল। মারা গিয়েছিলেন ওই জওয়ান। ধনী ব্যবসাদার হওয়ায় ছেলেকে বাঁচাতে অর্থ কে সম্বল করে আইনের ফাঁদ কাটার বিস্তর চেষ্টা করেছিল বাবা সোহরাব। বিস্তর জলঘোলা হয় সেই সময়। আজও সেই ঘটনার বিচার মেলেনি।

তখন থেকেই রাজ্যের আয়কর দফতরের নজরে ছিল এই ব্যবসায়ী। কলকাতার অন্যতম নামী ফল ব্যবসায়ী। মেছুয়া পট্টিতে চোখ ধাঁধানো কোটি কোটি টাকার ব্যবসা। রাজনীতির সঙ্গেও সম্পর্ক প্রাচীন। প্রথমে আরজেডি বিধায়ক পরে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। ২০০৬-এ বামেদের সমর্থনে প্রথম বার আরজেডি-র টিকিটে বড়বাজার থেকে বিধায়ক হন মহম্মদ সোহরাব৷

বিজ্ঞাপন
আর এবার এই প্রাক্তন আরজেডি বিধায়ক-এর অফিস ও হোটেলে হানা দিল রাজ্যের আয়কর দফতর।
আয়কর কর্তাদের সন্দেহ সামনে ফলের ব্যবসা কে দেখিয়ে পিছনে কয়লা ও গরু পাচার কাণ্ডেও জড়িত মহম্মদ সোহরাব। বাংলাদেশেও তার সঙ্গে ভালো রকমের যোগাযোগ রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। আজ ২০০ থেকে ২৫০ জন আয়কর কর্তা শহরের একাধিক জায়গায় তল্লাশিতে নেমেছেন।
তাৎপর্যপূর্ণ ভাবে, আজই  সিবিআইও পশ্চিমবঙ্গে কয়লা ও গরু পাচার কাণ্ডে তদন্তে নেমেছে। তল্লাশি চলছে বিভিন্ন জায়গায়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading