রাজ্য

ফ্রিতে রেশন চাইনা, শোষণ ও ধর্ষণ বন্ধ করুন: হাড়োয়া কান্ডে বিস্ফোরক অনুপম হাজরা

আজ ভোররাতে হাওড়ার মুন্সিঘেরে গ্রাম পঞ্চায়েতে মাছের ভেড়িতে গণধর্ষিতা এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারকে ঘিরে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। গ্রামবাসীদের স্পষ্ট অভিযোগ তৃণমূলের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা এই ঘৃণ্য কাণ্ড ঘটিয়েছে কিন্তু ঘটনার এতক্ষণ পরেও পুলিশের কোন দেখা মেলেনি।স্বাভাবিকভাবেই রাজ্যের বিরোধী শিবির এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ। গ্রামবাসী অন্য মহিলারাই বলছেন যে বিরোধী দলের হয়ে কাজ করার জন্য বাড়ির মেয়ে বৌদের তুলে নিয়ে গিয়ে এরকম ঘৃণ্য কান্ড ঘটাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। এবার এই ঘটনায় ফেসবুকে নিজের ক্ষোভ উগরে দিলেন বিজেপির শীর্ষ যুবনেতা অনুপম হাজরা।

উত্তরবঙ্গের পর হাড়োয়ায় গ্রামের মহিলার গণধর্ষিতা হওয়ার প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে লিখলেন, “ফ্রিতে রেশন চাইনা, ফ্রিতে শোষণ ও ধর্ষণ অ্যাটলিস্ট বন্ধ করুন।”

আজ ভোরবেলা হাড়োয়া থানার মুন্সিঘেরেতে মাছের ভেড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় অচৈতন্য ওই মহিলাকে উদ্ধার করা হয়। জানা যায় যে গতকাল রাতে তাকে হাত পা বেঁধে তুলে নিয়ে যাওয়া হয়। প্রথমে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গ্রামবাসীরা তাকে সকালবেলা উদ্ধার করেন। গোটা ঘটনায় তাঁরা অত্যন্ত ক্ষুব্ধ। তারাই বলছেন যে গোটা ঘটনার সঙ্গে যুক্ত চারজন তৃণমূলের সদস্য। তারা গ্রামের পাঁচজন মহিলাকে এই পরিণতি করার হুমকি দিয়েছে। বিরোধী দলের হয়ে কাজ করার জন্যেই এই ঘটনা ঘটেছে বলে জানাচ্ছেন গ্রামবাসীরাই।

রাজ্যের শাসক শিবিরের অত্যাচারের মাত্রা বেড়েই চলেছে এবং রাজ্যের মহিলারা যে অসুরক্ষিত এ কথা বারবার প্রমাণ করে দিচ্ছে রাজ্য সরকার বলে দাবি বিরোধীদের ওই মহিলার বয়ানের ভিত্তিতে ইতিমধ্যেই চারজনের বিরুদ্ধে হাড়োয়া থানা তে গণধর্ষণের অভিযোগ করা হয়েছে। অভিযুক্তরা সবাই কাছাকাছি গ্রামের বাসিন্দা এবং তৃণমূলের সদস্য। বর্তমানে অভিযুক্তরা সবাই পলাতক। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং এখনো গোটা এলাকার পরিস্থিতি থমথমে ।

https://www.facebook.com/anupam.hajra.71/videos/338253817335292/

debangon chakraborty

Related Articles

Back to top button