পথকুকুরদের গায়ে গরম পিচ ঢেলে নৃশংস অত্যাচার, প্রতিবাদ করায় নিগ্রহ করা হল পশুপ্রেমীদেরও, নির্মম ঘটনা রাজ্যে

অবলা জীব ওরা কিন্তু তবুও সমাজে মানুষের বন্ধু হয়ে থাকতেই চায় তারা। কিন্তু তথাকথিত কিছু ‘সভ্য’ মানুষ তাদেরই অত্যাচার করে নিজেদের সমাজকেই কলঙ্কের ভাগীদার করে তোলে। ফের পথকুকুরদের উপর অত্যাচারের নৃশংস ঘটনা ঘটল রাজ্যে। চার সারমেয়র গায়ে গরম পিচ ঢেলে হত্যার চেষ্টা করা হল মালদার ইংরেজবাজারে।
শুধু তাই-ই নয়, এও অভিযোগ উঠেছে, পথ পশুদের অত্যাচার বন্ধ করার বিরুদ্ধে প্রচারের সময় কয়েকজন পশুপ্রেমীদেরও নিগৃহীত করা হয়েছে। মালদার ইংরেজবাজার থানা এলাকায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়। গত শনিবার ইংরেজবাজার থানা এলাকায় কিছু পশুপ্রেমী যুবক-যুবতীরা একটি মিছিলের আয়োজন করে। তারা জানান, দুদিন আগেই মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় চারটি পথ সারমেয়কে গায়ে পিচ ঢেলে দেওয়া হয়েছে।
ওই পথকুকুরদের চিকিৎসার ব্যবস্থা করে পশুপ্রেমী সংগঠন। অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই পথকুকুরদের উপর অত্যাচার করা হয়। সেই ঘটনার প্রতিবাদেই গত শনিবার এলাকার পশুপ্রেমী যুবক-যুবতীরা একটি প্রতিবাদ মিছিল করেন। পথ পশুদের উপর যাতে অত্যাচার না করা হয়, সেই বার্তাই দেওয়া হয় এই মিছিলে।
এদিন স্থানীয় এক এলাকায় এক পশুপ্রেমীর কিছু অভিযোগ পেয়ে সেই অঞ্চলে যান পশুপ্রেমীরা। সেখানে গেলে তাদের স্থানীয় কিছু লোকজন নিগৃহীত করে বলে অভিযোগ। পশুপ্রেমী সংগঠনের এক সদস্য জানান, অভিরামপুরের কাছে একটি জায়গা থেকে পথ পশুদের উপর অত্যাচার করার অভিযোগ আসে। সেই অঞ্চলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখতে চান কয়েকজন যুবক-যুবতী।
অভিযোগ, ওই পশুপ্রেমী যুবক-যুবতিদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন কিছু স্থানীয়রা। পশুপ্রেমী সংগঠনের সদস্যরা ওই স্থানীয়দের সঙ্গে বচসায় জড়ান। দু’পক্ষের মধ্যে হাতাহাতিও বেঁধে যায় বলে খবর। চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এই ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ জানান পশুপ্রেমী সংগঠনের সদস্যরা।
এই ঘটনার বিষয়ে পশুপ্রেমীদের তরফে স্নেহা দাস বলেন, “এলাকার কিছু লোক আমাদের উপর চড়াও হয়। আমি ফেসবুক লাইভ করতে গেলে আমার ফোন কেড়ে নেওয়া হয়”। তিনি জানান যে এই গোটা বিষয় নিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।