বউ এর স্বীকৃতি পেতে রাস্তায় বসল দ্বাদশ শ্রেণির ছাত্রী

গ্রামের জলসাতে গিয়ে পরিচয় হয় রোমিলা এবং রাহুলের। এরপর দুজনের দুজনকে ভালো লাগে। শুরু হয় বন্ধুত্ব। তারপর তা গড়ায় প্রগাঢ় সম্পর্কে। এমনকি তা গিয়ে পৌঁছায় সহবাসেও। নিজেকে উজাড় করে ভালোবাসে রোমিলা। এরপর বিয়ের স্বপ্ন দেখতে থাকে রোমিলা। কিন্তু দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। ভালোবাসার মানুষ তাকে একা ফেলে রেখে পালিয়ে যায়।
এরপরই দুঃখের আকাশ ভেঙে পড়ে একুশের সেই তরুণীর মাথায়। ওদিকে সমাজও তাকে চাপ দিতে থাকে। তাই নিজের প্রেমকে পরিণতি দিতে এবার প্রেমিকের বাড়ির সামনেই ধর্নায় বসল ছাত্রী।
মালদার মানিকচকের নতুনটোলা গ্রামে বছর একুশের রোমিলা খাতুন রাহুল মিঞার বাড়ির সামনে ধর্ণায় বসে। তার একটাই দাবি তাকে বাড়ি বউ হিসাবে স্বীকৃতি দিতে হবে। ওই তরুণী কাহালর মোহনগঞ্জ গ্রামের বাসিন্দা।
তরুণী জানিয়েছে, বছর দুই আগে মানিকচক থানার নুরপুর গ্রামে এক জলসাতে গিয়ে বছর তেইশের রাহুল মিঞার সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। এরপর তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এমনকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাসও করেছে রাহুল। কিন্তু যখনই সে বিয়ের কথা তোলে তখনই রোমিলার সাথে ধীরে ধীরে যোগাযোগ কমাতে থাকে রাহুল। কয়েক মাস আগে রাহুল তাকে বিয়ে করতে অস্বীকারও করে । এমনকি গত এক মাস ধরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ ওঠে রাহুলের বিরুদ্ধে।
তাই এখন স্ত্রীর মর্যাদা পেতে রাহুলের বাড়ির সামনে ধর্ণায় বসেছে রোমিলা। পাশাপাশি মানিকচক থানাতে রোমিলা অভিযোগ দায়ের করেছে রাহুলের বৌদি ও মা তাকে মারধরও করেছেন বলে। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে রাহুলের মা জানিয়েছেন তাঁর ছেলেকে ফাঁসানো হচ্ছে। আপাতত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।