রাজ্য
Breaking: দীপাবলির রাতে নেমে এল অন্ধকার, প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়!

দীপাবলির রাতে কলকাতায় নেমে এলো অন্ধকারের ছায়া। বৃহস্পতিবার রাতে ৭৫ বছর বয়সে প্রয়াত হলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। খবর শুনে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।
বেশ কিছুদিন আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয় এসএসকেএমে। বৃহস্পতিবার সন্ধ্যা বেলায় তার অবস্থার আরো অবনতি হওয়ায় আইসিসিইউতে স্থানান্তরিত করতে হয় তাঁকে। নিজের বাড়ির কালীপুজো ছেড়ে তাকে দেখতে হাসপাতালে চলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কিছুক্ষণ আগেই পাওয়া গেছে দুঃসংবাদ। ৭৫ বছর বয়সে প্রয়াত হলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। কালীপুজোর রাতে এই ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।