‘দিল্লিতে গিয়ে রাসলীলা, রঙ্গরসিয়া করবে বুঝিনি’, স্বামী সৌমিত্র খাঁ-র চরিত্র নিয়ে প্রশ্ন তুলে বেলাগাম আক্রমণ সুজাতার

ফের একবার বিজেপি সাংসদ তথা স্বামী সৌমিত্র খাঁ-কে (Saumitra Khan) বেগালাম আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল (Sujata Mandal)। তাঁর কথায়, “দিল্লিতে গিয়ে রাসলীলা, রঙ্গরসিয়া করবেন সেটা বুঝতে পারিনি”। এমনকি, সৌমিত্রকে দলবদলু, ধান্দাবাজ বলেও কটাক্ষ করলেন তিনি।
সৌমিত্র খাঁ ও সুজাতা মণ্ডলের সম্পর্কের বিচ্ছেদের কথা সকলেরই জানা। বিবাহবিচ্ছেদ এখনও না হলেও মনের বিচ্ছেদ হয়ে গিয়েছে অনেকদিন আগেই। সুজাতা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরই ভেঙেছে তাদের বিবাহিত জীবন। বিবাহবিচ্ছেদের মামলাও চলছে।
এসবের মাঝেই আজ, শুক্রবার বাঁকুড়ার কোভডিহিতে তৃণমূলের আয়োজন করা একটি সভায় যোগ দেন সুজাতা। সেখানেই স্বামীকে লাগামছাড়া আক্রমণ শানান তিনি। তিনি দীর্ঘদিন বিজেপির হয়ে প্রচার করেছেন, সেই প্রসঙ্গ টেনেই সুজাতা বলেন, “আমাদের স্ত্রীদের কর্তব্য স্বামীর পাশে থাকা। আমিও ছিলাম। কিন্তু বুঝিনি তিনি দিল্লিতে গিয়ে রাসলীলা, রঙ্গরসিয়া করবেন। আমাকে আপনারা ক্ষমা করবেন”। সৌমিত্র খাঁ-র চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এরপরই দলবদল প্রসঙ্গ টেনে আনেন সুজাতা। তিনি বলেন, “আমি ওকে বলেছিলাম, তৃণমূল না ছাড়তে। কিন্তু ভোটের সময় দলবদল ওর নেশা হয়ে দাঁড়ায়”। আদালতের নির্দেশে একটা দীর্ঘ সময় বাঁকুড়ায় প্রবেশের অনুমতি ছিল না সৌমিত্র খাঁর। সেই সমস্ত কথাও এদিন তুলে ধরেন সুজাতা।
বলে রাখি, সৌমিত্র ও সুজাতার দাম্পত্যে ফাটল ধরে ২০২১-এর শুরুর দিকে। বরাবর একই শিবিরের হয়ে লড়াই করে এসেছেন দু’জন। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সুজাতা। এরপরই সাংবাদিক বৈঠক করে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা বলেন সৌমিত্র খাঁ। সেই সময় চোখের জল ফেলতেও দেখা গিয়েছিল তাঁকে।
পাল্টা সুজাতাকে বলতে শোনা গিয়েছিল যে রাজনীতির প্রভাব ব্যক্তিগত জীবনে কখনই পড়তে দেওয়া উচিত নয়। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পর স্ত্রীকে দু’বার আইনি নোটিস পাঠিয়েছিলেন সৌমিত্র। তবে এতে বিশেষ সাড়া দেননি সুজাতা। কারণ তিনি জানিয়েছিলেন যে তিনি স্বামীকে ভালবাসেন। তাঁর নামে শাঁখা-সিঁদুর পরেন, বিচ্ছেদের কথা ভাবছেনই না। তবে পরবর্তীতে শোনা যায়, বিবাহবিচ্ছেদের জন্য সৌমিত্রকে বেশ কয়েকটি শর্ত দিয়েছিলেন সুজাতা। তা মেনে নেন নি বিজেপি সাংসদ। পরে তিনি আদালতের দ্বারস্থ হন। বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন বিজেপি সাংসদ।