West Bengal

‘দিদির দূত’-এর পাল্টা ‘পাড়ায় পাড়ায় সুকান্ত’! লোকসভা নির্বাচনে জনসংযোগ বাড়াতে নিজের কেন্দ্রের মানুষের অভাব-অভিযোগ শুনবেন বিজেপির রাজ্য সভাপতি

বিজ্ঞাপন

এখনও এক বছর বাকি লোকসভা নির্বাচনের (Lok Sabha Election)। আর এখন থেকেই নিজের লোকসভা কেন্দ্র বালুরঘাটে (Balurghat) প্রচার শুরু করার সিদ্ধান্ত নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। নিজের লোকসভা কেন্দ্রের জন্য নতুন কর্মসূচি নিচ্ছেন তিনি। এই কর্মসূচির নাম ‘পাড়ায় পাড়ায় সুকান্ত’। দলের অন্যান্য সংসদদেরও একই ভাবে পথে নামার কথা জানালেন তিনি।

বিজ্ঞাপন

২০১৯ সালে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন সুকান্ত মজুমদার। এরপর সেখান থেকেই তাঁর রাজ্য রাজনীতিতে উত্থান শুরু। তবে উনিশের লোকসভা ভোটের পর রাজ্য রাজনীতির অঙ্ক অনেক বদলে গিয়েছে। একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যে ব্যাপকভাবে জয় পেয়েছে তৃণমূল। অন্যদিকে, বিজেপি আবার সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে। সেসব দিক মাথায় রেখেই এবারের লোকসভা ভোটের একবছর আগে থেকেই নিজের কেন্দ্রে জোর প্রচারে নামছেন সুকান্ত মজুমদার।

বিজ্ঞাপন

বিজেপির রাজ্য সভাপতির কথায়, “এই বিষয়টি আমার মস্তিষ্কপ্রসূত। শুধুমাত্র আমার লোকসভা কেন্দ্রের জন‌্য চালু করছি। মানুষের সমস‌্যার কথা শুনবো। পরিষেবা দেওয়ার কাজকে জনগনের আরও কাছে নিয়ে যাব”।

বিজ্ঞাপন

জানা গিয়েছে, এই কর্মসূচিতে সুকান্ত নিজের লোকসভা কেন্দ্রের পাড়ায় পাড়ায় যাবেন। সংসদ হিসেবে সমস্ত কিছু খতিয়ে দেখবেন তিনি। সরাসরি মানুষের কাছে পৌঁছতে চাইছেন বিজেপি নেতা। সাংগঠনিকভাবে যেটুকু দুর্বলতা রয়েছে, সে ফাঁকও যাতে পূরণ করা যায়, সেই চেষ্টাই চলছে। দলের অন্যান্য সংসদদেরও এই একই পথ অবলম্বন করার বার্তা দিয়েছেন সুকান্ত।

বিজ্ঞাপন

বাংলায় এখন থেকেই লোকসভা নিয়ে প্রস্তুতি শুরু করতে চাইছে বিজেপি। সেই কারণে রাজ্য নেতৃত্বের দিকে ভালোভাবে নজর দিচ্ছে কেন্দ্র। আর্থিক মদতও বাড়াতে পারে দিল্লি। জানা যাচ্ছে, সব শাখা সংগঠনের এলাকাভিত্তিক কিছু কার্যকর্তাকে দু-হুইলার দেওয়া হতে পারে। এলাকায় যাতে আরও ভালোভাবে দৃশ্যমান হওয়া যায়, সেই কারণে পতাকা ও অন্যান্য উপকরণ বাড়ানো হচ্ছে। আর এরই মধ্যে এবার নিজের এলাকায় প্রচার শুরুতে উদ্যত হলেন সুকান্ত।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading