রাজ্য

মিলল না রক্ষাকবচ, সিবিআই চাইলে জেরা করতেই পারে অভিষেককে, সুপ্রিম কোর্টে কোনও স্বস্তি পেলেন না তৃণমূল নেতা

আজ, শুক্রবার নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের তলব সংক্রান্ত মামলার শুনানি ছিল। এদিন শুনানিতে কোনও স্বস্তি পেলেন না তৃণমূল নেতা। সিবিআই চাইলে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে, এমনটাই জানানো হয়েছে শীর্ষ আদালতের তরফে। কোনও রক্ষাকবচ পেলেন া তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।

এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ১০ জুলাই। এই সময়ের মধ্যে সিবিআই ফের অভিষেককে নোটিশ পাঠাতে পারে। গত শনিবার নিজাম প্যালেসে অভিষেককে ৯ ঘণ্টা ৪০ মিনিট জেরা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ অভিষেক ও কুন্তল ঘোষকে যে ২৫ লক্ষা টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছিলেন, তাতে স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত।

গত শনিবার নিজাম প্যালেসে যাওয়ার আগেই সিবিআইকে চিঠি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান যে তিনি সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন। গত সোমবার বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কালোরের বেঞ্চে তৃণমূল নেতার আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, “আমার মক্কেলকে রক্ষাকবচ দেওয়া হোক। নইলে এজেন্সি তাঁকে গ্রেফতার করতে পারে”। তবে জরুরি ভিত্তিতে অভিষেকের মামলা শোনেনি সুপ্রিম কোর্ট। আজ সেই মামলার শুনানি ছিল।

এসবের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে নানান জল্পনা শুরু হয়েছে। তিনি আগে জানিয়েছিলেন যে ২৭শে মে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন তিনি। কিন্তু এবার তিনি জানিয়েছেন যে তিনি দিল্লি যাচ্ছেন না।

সেইদিন অর্থাৎ ২৭শে মে বাজি কারখানায় বিস্ফোরণ হওয়া এগরায় যাবেন মমতা, এমনটাই জানা গিয়েছে। সেখান থেকে তিনি যাবেন শালবনীতে। যোগ দেবেন অভিষেকের ‘তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচিতে। এই কর্মসূচির জন্য আপাতত পশ্চিমাঞ্চলে রয়েছেন অভিষেক। আজকের সুপ্রিম কোর্টের শুনানির পর ফের সিবিআই অভিষেককে নোটিশ পাঠায় কী না বা নোটিশ পাঠালেও তিনি হাজিরা দেবেন কী না, এখন সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

debangon chakraborty

Related Articles

Back to top button