রাজ্য

মতুয়াদের ধর্মগুরুর নাম ‘গুরুচাঁদের’ বদলে ‘গরুচাঁদ’ উচ্চারণ করেছেন মমতা, অভিযোগ এনে মুখ্যমন্ত্রীকে তুমুল কটাক্ষ শুভেন্দুর

পঞ্চায়েত নির্বাচন (panchayet election) যত এগিয়ে আসছে শাসক-বিরোধীর মধ্যে আক্রমণ যেন ততই ঝাঁঝালো হচ্ছে। কেউই একে অপরকে শানাতে থামছে না। এবার ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari s)। তাঁর অভিযোগ, মালদার প্রশাসনিক সভায় মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা গুরুচাঁদের নাম ভুল উচ্চারণ করেছেন মুখ্যমন্ত্রী। আর এই নিয়ে ফের উত্তাল রাজ্য-রাজনীতি।

মঙ্গলবার একটি টুইট করে এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন শুভেন্দু। বলেন, “গুরুচাঁদের নাম বিকৃত করে মতুয়া ও নমঃশুদ্র সমাজকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী। সারাজীবন মতুয়া সমাজকে ভোট ব্যাঙ্ক ভেবেছেন, মন থেকে যে সম্মান করেননি”। ঘটনার তীব্র নিন্দা করেছেন শুভেন্দু। এই ঘটনার নিন্দা জানিয়েছেন মতুয়া সংঘাতিপতি শান্তনু ঠাকুরও।

সভা থেকে মমতা বলেছিলেন, “যতদিন বড়মা বেঁচেছিলেন তাঁর চিকিৎসার দায়িত্ব কে নিয়েছিলেন? আমি করেছিলাম। কেউ তাকিয়ে দেখেননি। আমরা কন্যাশ্রী কলেজ করেছি। মতুয়াদের ধর্মগুরু হরিচাঁদ, গুরুচাঁদের নামে বিশ্ববিদ্যালয় করা হয়েছে”। শুভেন্দুর দাবী, গুরুচাঁদ বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ‘গরুচাঁদ’ উচ্চারণ করেছেন।

শুধু শুভেন্দুই নন, এই বিষয়ে নিয়ে সরব হয়েছেন শান্তনু ঠাকুরও। মুখ্যমন্ত্রীর একটি ভিডিও টুইট করে তিনি দাবী করেন যে মুখ্যমন্ত্রী ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে উচ্চারণ করেছেন।

উল্লেখ্য, মালদার প্রসাশনিক সভায় বক্তব্য রাখাকালীন মুখ্যমন্ত্রী জিজ্ঞাসাও করেন যে তিনি নামের উচ্চারণ সঠিকভাবে বলেছেন কী না। তবে সভা থেকে কেউ ঠিক করে দেননি। শান্তনু ঠাকুরের দাবী, পরে ফিরে এসে নতুন করে বক্তৃতা দেওয়ার সময়ও সঠিক উচ্চারণ করেন নি।

Related Articles

Back to top button