‘তৃণমূলের নবজোয়ার’-এ অনুমতি ছাড়াই পুলিশ, দলীয় কর্মসূচিতে পুলিশ মোতায়েন কেন? প্রশ্ন তুলে অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা শুভেন্দুর

অভিষেক বন্দ্যোপাধ্যায় আপাতত তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে ব্যস্ত। কিন্তু কর্মসূচির গণভোটে কেন পুলিশ মোতায়েন করা হয়েছে, তা নিয়ে অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আরও অভিযোগ, এ নিয়ে ডিজি-কে চিঠি লিখলেও কোনও উত্তর মেলেনি।
তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে জেলায় জেলায় ঘুরছেন। তাঁর এই কর্মসূচির মধ্যেই রয়েছে গণভোট। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কোন এলাকায় কাকে তৃণমূলের প্রার্থী হিসাবে কাকে দেখতে চান, তা জানাতে সাধারণ মানুষের জন্য গণভোটের আয়োজন করেছে তৃণমূল। শুভেন্দুর অভিযোগ, তৃণমূলের সেই গণভোটে বেআইনিভাবে পুলিশকে ব্যবহার করা হচ্ছে। আর তা নিয়েই মামলা দায়ের করছেন তিনি।
সরাসরি তৃণমূলের নাম না নিলেও, শুভেন্দুর নিশানা যে শাসকদলই তা আর বুঝতে কারোর বাকি নেই। শুভেন্দু বলেন, “একটি আঞ্চলিক দল বিভিন্ন জায়গায় একটি ভোটের আয়োজন করছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে কে প্রার্থী হবেন, সেই মতামত নেওয়া হচ্ছে সাধারণ মানুষের থেকে। সেই ভোটে ব্যপক পুলিশ মোতায়েন করা হচ্ছে”।
শুভেন্দুর প্রশ্ন, “পুলিশ মোতায়েনের জন্য কি নিয়ম অনুযায়ী সরকারি খাতায় টাকা জমা করেছে ওই আঞ্চলিক দল”? তিনি জানান যে এই মর্মে তিনি ডিজিপি-কে চিঠিও লিখেছেন। কিন্তু তার কোনও জবাব পান নি তিনি। শুভেন্দুর দাবী, উত্তর না পেয়েই তিনি হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন।
এর আগে গতকাল, বৃহস্পতিবার বিনা অনুমতিতে জাতীয় সড়কে মিছিল করার অভিযোগে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই একই অভিযোগে কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতীন গড়কড়িকে চিঠি দেন তিনি। তৃণমূল সাংসদ শান্তনু সেনের কথায়, শুভেন্দুর এমন মামলা করা দেখেই বোঝা যাচ্ছে যে তৃণমূলের নবজোয়ারকে ভয় পাচ্ছে বিজেপি।