রাজ্য

জাতীয় সড়কে অনুমতি ছাড়াই মিছিল, অভিযোগ তুলে অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের শুভেন্দুর

ফের একবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করলেন তিনি। অনুমতি না নিয়ে নিয়ম ভেঙে জাতীয় সড়কে মিছিল করেছেন অভিষেক, এমনটাই অভিযোগ বিরোধী দলনেতার। এই কারণে হাইকোর্টে মামলা করলেন তিনি।

তৃণমূলের নবজোয়ার কর্মসূচি ৩০ দিন পেরিয়েছে। এর মধ্যে কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমানে কর্মসূচি সেরে পুরুলিয়া গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এর মধ্যে জেলায়-জেলায় জনসংযোগ, মিছিল, পদযাত্রা, জনসভা করছেন তিনি। তবে দুই জেলায় রাজনৈতিক কর্মসূচি করার ক্ষেত্রে নিয়ম ভাঙার অভিযোগ উঠল অভিষেকের বিরুদ্ধে। আর তা নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী।

উত্তর দিনাজপুরের ইটাহার ও মুর্শিদাবাদের ফারাক্কায় জাতীয় সড়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করেছিলেন। ২০২০ সালে শাহিনবাগ মামলায় সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে জাতীয় সড়ক, সার্বজনিক স্থানে যদি মিটিং বা মিছিল করতে হয়, তার জন্য আগে থেকে প্রশাসনের অনুমতি নিতে হবে।

সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, সেকথা মাথায় রেখেই এই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু শুভেন্দুর অভিযোগ, অভিষেক সেই নির্দেশের পরোয়া করেন নি। তিনি কোনও অনুমতি ছাড়াই মিছিল করেছেন। আর সেই কারণে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করলেন শুভেন্দু অধিকারী।

debangon chakraborty

Related Articles

Back to top button