West Bengal

‘আমি রোজ মর্নিংওয়াকে গিয়ে সংবাদমাধ্যমের কাছে মন্তব্য করি না’, দিলীপকে পরোক্ষভাবেই খোঁচা শুভেন্দুর

বিজ্ঞাপন

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সম্পর্ক যে তলানিতে ঠেকেছে, তা আগেভাগেই আন্দাজ করা হয়েছিল। আকারে-ইঙ্গিতে একে অপরকে বেশ শানাচ্ছিলেন তারা। এবার হাজরার এক সভা থেকে পরোক্ষভাবেই দিলীপ ঘোষকে খোঁচা দিলেন শুভেন্দু। বললেন, “আমি রোজ মর্নিংওয়াকে (morning walk) গিয়ে সংবাদমাধ্যমের (media) কাছে মন্তব্য করি না”।

বিজ্ঞাপন

বিগত বেশ কিছুদিন ধরেই শুভেন্দুর মুখে বারবার উঠে এসেছে ডিসেম্বর তত্ত্ব। এই ডিসেম্বরেই রাজ্য সরকারের পতন হবে বলে হুঁশিয়ারিও শানিয়েছেন তিনি। এমনকি তিনি এও দাবী করেন যে ডিসেম্বরেই বড় ডাকাত ধরা পড়বে। সম্প্রতি, তিনি বলেন যে ডিসেম্বরের ১২, ১৪ ও ২১ তারিখ বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু এদিন কী হতে চলেছে, সে বিষয়ে কোনও মন্তব্য করেন নি তিনি।

বিজ্ঞাপন

তবে এই তিনটি তারিখ নিয়ে দিলীপ ঘোষ আগেই জানিয়েছিলেন, “জানি না ১২ তারিখের সঙ্গে কী বিশেষ সম্পর্ক রয়েছে। রাজনীতির সঙ্গে এই তারিখের কোনও সম্পর্ক রয়েছে বলে মনে হয় না”। কার্যত তাঁর কথাতেই সিলমোহর পড়ল। হাজরায় সভা করলেও দিন শেষে ‘ফাঁকা হুমকি’ হয়ে দাঁড়াল ডিসেম্বর তত্ত্ব। বদলে গেল বড় ডাকাত ধরার দিন। 

বিজ্ঞাপন

তবে এদিন সভা থেকে দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ শানান বিরোধী দলনেতা। কিছুটা খোঁচা দিয়েই তিনি বলেন, “আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি গিমিকে বিশ্বাস করি না। আমি মর্নিংওয়াক করতে গিয়ে মিডিয়ায় স্টেটমেন্টও করি না। যা বলি ভেবে বলি”।

বিজ্ঞাপন

বলে রাখি, এদিনের এই সভায় দিলীপ ছিলেন না। তবে মঞ্চে বসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর সামনেই এই মর্নিং ওয়াক প্রসঙ্গ টানেন শুভেন্দু।

উল্লেখ্য, কিছুদিন আগেই বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কক্ষে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পাল, মনোজ টিগ্‌গা, অশোক লাহিড়ীরা। এমন কথাও ওঠে যে সেদিন নাকি শুভেন্দু মমতার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। সেই ঘটনা নিয়ে মন্তব্য করে বিজেপির মধ্যে কৌতূহল তৈরি করেছিলেন দিলীপ ঘোষ। রাজনৈতিক মহলের মতে, সেদিনের দিলীপের সেই উক্তির জন্যই হয়ত আজ তাঁকে এমন খোঁচা দিলেন শুভেন্দু।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading