রাজ্য

‘শান্তনুর মোবাইলে ভাইপোর সব তথ্য রয়েছে, ১০ বছরের সব চ্যাট খুঁজে বের করবে ইডি’, অভিষেককে নিয়ে বিস্ফোরক দাবী শুভেন্দুর

নিয়োগ দুর্নীতি কাণ্ডে (recruitment scam) ইডি গ্রেফতার করেছে তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee)। তাঁর ফোনে অনেক তথ্য রয়েছে বলে দাবী ইডি-র। এবার সেই ফোন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবী, শান্তনুর মোবাইলে ‘ভাইপো’র সব আছে। তিনি এও দাবী করেন যে ১০ বছর আগের সমস্ত চ্যাট খুঁজে বের করবে ইডি।

শুভেন্দু বলেন, “আরে শান্তনুর মোবাইলে ভাইপোর সব আছে। ওরা তো সব ১০ বছর আগের হোয়াটসঅ্যাপ চ্যাট বার করবে। ভাইপো তো ফেসটাইম করছে ২ বছর। তার আগে তো চ্যাটিং হত। আরে আমি ওদের সঙ্গে ছিলাম তো। এদের এই পরিণতি দেখতে পাবেন। এরা কোথায় যায়। ইডি সব বের করে নেবে। পাতালে টাকা রাখলেও বের করে নেবে”।

প্রস্মগত, গত শুক্রবার হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করে ইডি। এরপর তাঁর ২০ কোটি টাকার সম্পত্তির খোঁজ পান তদন্তকারীরা। শান্তনুর ২টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ইডি।

গতকাল, সোমবার শান্তনুকে পেশ করা হয় ব্যাঙ্কশালের বিশেষ ইডি আদালতে। তখন ইডি দাবী করে যে শান্তনুর ২টি ফোন নাকি ‘সোনার খনি’। সেখানে যে যে ব্যক্তির নাম রয়েছে তা আদালতে প্রকাশ্যে বলা যাবে না। এদিন আদালত থেকে বেরনোর সময় শান্তনু বলেন, “আমার ফোন সব কথা বলে দেবে। আমার ফোনে সব রয়েছে”।

যদিও বিরোধী দলনেতার দাবী মানতে নারাজ শাসক দল। তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, “এই সব তথ্য শুভেন্দু জানতে পারছে কী করে? ও ইডিকে জানাচ্ছে না ইডি ওকে খবর দিচ্ছে? যাই হয়ে থাক তা তদন্তের জন্য ভালো নয়”।

এই বিষয়ে সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “শুভেন্দুবাবু ওদের দলে ছিলেন কিছুদিন আগে পর্যন্ত। ওনার কাছে তথ্য থাকতে পারে। তবে ইডি যতক্ষণ আদালতে তথ্য পেশ করছে ততক্ষণ তার কোনও দাম নেই”।

Related Articles

Back to top button