রাজ্য

‘গীতাপাঠ করুন, ভারতবর্ষ জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ’, স্বাধীনতা দিবসে শুভেন্দুর স্লোগান বাড়াল বিতর্ক

আজ ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। এদিন কাঁথি বাসস্ট্যান্ড এলাকায় এই বিশেষ দিন উপলক্ষ্যে একটি অনুষ্ঠান আয়োজিত হয়। এদিনের এই অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে মাল্যদান করে শুভেন্দু স্লোগান দেন, “ভারতবর্ষ জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ”।

এদিন বক্তব্য রাখতে গিয়ে স্বামী বিবেকানন্দের শিকাগোর ধর্মসভার কথাও উল্লেখ করেন শুভেন্দু। বলেন, “স্বামী বিবেকানন্দ যেমন শিকাগো ধর্মসভায় গিয়ে ভারতের সনাতন ধর্মের কথা প্রচার করেছিলেন, তেমনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘে গিয়ে দেশের নাম উজ্জ্বল করেছেন”।

আরও পড়ুন- ‘গণতন্ত্রের বিকাশে বাধা হিংসা’, স্বাধীনতা দিবসে রাজ্যপালের এমন মন্তব্যে ফের তৈরি হল রাজভবন-নবান্ন সংঘাত আবহ

এর পাশাপাশি সকলের উদ্দেশ্যে শুভেন্দুর পরামর্শ, “স্বাধীনতা দিবসের এই পুন্যদিনে ভারতের সকল মানুষ গীতাপাঠ করুন। ভারতের সনাতন ধর্ম সম্পর্কে জানুন। ভারতের জয় হোক”।

এদিন রাজ্যের বিরোধী দলনেতার মুখে জাতীয়তাবাদ ও সনাতন ধর্মের কথা ছাড়াও উঠে আসে পাকিস্তান মুর্দাবাদ ও গীতাপাঠ করার পরামর্শ, যা নিয়ে রাজ্য রাজনীতিতে তরজা বেশ তুঙ্গে। এ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে রাজ্যের শাসক দল।

এই বিষয়ে রাজ্যের মৎস্যমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক অখিল গিরি বলেন, “স্বাধীনতা দিবস সকলের। সেখানে কোনও রাজনৈতিক নেতা হয়ে কেউ যদি এধরণের মন্তব্য করেন তা কেবল অশালীন বা অশোভন নয়, ত মুর্খামিও বটে। মুর্খ না হলে কেউ এধরনের কথা বলে না। কেউ এধরনের স্লোগান দেয় না”।

আরও পড়ুন- অভ্যাস নেই! প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে উল্টো পতাকা তুললেন বিমান, ভুল শুধরালেন সুজন

এই বিষয় নিয়ে আবার কিছুটা সতর্ক হয়েই মুখ খুলেছেন বিজেপি নেতৃত্ব। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তীর কথায়, “শুভেন্দুবাবু যা বলেছেন তা তাঁর ব্যক্তিগত মতামত। তবে এতে কোনও ভুল নেই। বেশি শালীনতা রক্ষা করতে গিয়েই ভারত- পাকিস্তান ভাগ হয়েছে। ওরা তো বসেই রয়েছে হামলা করবে বলে। শুভেন্দু যা বলেছেন তাতে কোনও ভুল দেখি না”।

Related Articles

Back to top button