‘বঙ্গে বিক্রি শিক্ষা’! এবার সরস্বতী পুজোর থিমে ‘শিক্ষক নিয়োগ দুর্নীতি’, মণ্ডপে মুখোমুখি পার্থ-অর্পিতা, সামনে সাজানো ৫০০-২০০০-এর নোট

সরস্বতী হলেন বিদ্যার দেবী। কিন্তু এই রাজ্যে অর্থের মাধ্যমে বিকিয়ে গিয়েছে সেই বিদ্যাই। রাজ্য এখন শিক্ষক নিয়োগ দুর্নীতির জেরে জর্জরিত। অর্থের জোরে যারা অযোগ্য, পরীক্ষায় ফেল করেছে এমনকি, সাদা খাতা জমা দিয়েছেন, তাদের নাম উঠেছে শিক্ষক নিয়োগের তালিকায়। আর যোগ্য শিক্ষিতরা বেকার হয়ে নিজেদের দাবী জানিয়ে ধর্মতলায় ধরনায় বসে। বাংলায় অর্থের কাছে বিক্রি হয়ে গিয়েছে বিদ্যা, শিক্ষা।
দু’দিন পর সরস্বতী পুজো। রাজ্যে নানান পুজোতেই একটা থিম করার প্রবণতা রয়েছে। সমসাময়িক ঘটনাই ফুটিয়ে তোলা হয় থিমের মাধ্যমে। বর্তমানে রাজ্যে সবথেকে চর্চিত বিষয় হল শিক্ষক নিয়োগ দুর্নীতি। সেই থিমকেই ফুটিয়ে তোলা হয়েছে শহরের এক পুজো মণ্ডপে। এই থিমের নাম ‘বঙ্গে বিক্রি শিক্ষা’।
কাঁকুড়গাছি রেলব্রিজ সংলগ্ন এই পুজোর মণ্ডপে দেখা মিলবে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের মডেলের। মুখোমুখি দাঁড়িয়ে দুই ‘ঘনিষ্ঠ’ বন্ধু। সামনে রয়েছে ৫০০ ও ২০০০ টাকার বান্ডিল। ঠিক যেমনটা দেখা মিলেছিল অর্পিতার ফ্ল্যাটে ইডির তল্লাশিতে।
মণ্ডপে দেখা গিয়েছে, একটি দাঁড়িপাল্লার একদিকে রাখা সরস্বতীর মূর্তি ও অন্যদিকে থরে থরে টাকা সাজানো। সেই টাকার ভার এতটাই যে দেবী সরস্বতী হেলে গিয়েছেন। অর্থের কাছে পরাজিত হয়েছে বিদ্যা। মণ্ডপে রয়েছে দুটি খাঁচা যার একটিতে রয়েছেন দেবী সরস্বতী ও অন্যটিতে রাখা বইপত্র। এর মাধ্যমে যেন বোঝানো হয়েছে যেন এ রাজ্যে শিক্ষাকে এভাবেই খাঁচাবন্দি করে অর্থের বিনিময়ে অযোগ্যদের হাতে চাকরি তুলে দেওয়া হয়েছে।
চাকরিপ্রার্থীদের আন্দোলন ও তাঁদের দাবীদাওয়া তুলে ধরা হয়েছে থিমের মাধ্যমে। চাকরিপ্রার্থীদের মডেল তৈরি করে তাঁদের হাতে দেওয়া হয়েছে নানান দাবী-দেওয়া সম্মিলিত প্ল্যাকার্ড। এই সরস্বতী পুজোর প্রতিষ্ঠাতা হলেন অভিজিৎ সরকার। সেই অভিজিৎ যাঁকে ভোট পরবর্তী হিংসায় মরতে হয়েছে বলে অভিযোগ তোলে পরিবার।
সেই অভিজিতেরই তৈরি শ্রী শ্রী সরস্বতী ও কালীমাতা মন্দির পরিষদ এই পুজোর উদ্যোক্তা। এই বছর ১৭তম বর্ষে পা দিল এই পুজো। আর এবার পুজোর অভিনব থিমের আয়োজনে অভিজিতের দাদা বিশ্বজিৎ। বৃহস্পতিবার সরস্বতী পুজো। আগামীকাল, মঙ্গলবার হবে এই পুজোর উদ্বোধন। ধর্মতলার ধরনামঞ্চে থাকা চাকরিপ্রার্থীদের এই পুজোয় আমন্ত্রণ জানানো হয়েছে।