সুখবর! ৪৮ ঘণ্টাতেই রাজ্যে ফের ইনিংস শুরু হচ্ছে শীতের, ফেব্রুয়ারির শুরুতেই ফের জাঁকিয়ে ঠাণ্ডা উপভোগ করবে বঙ্গবাসী

বঙ্গবাসীকে এবার সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। অনেকেই ভেবেছিলেন হয়ত এই মরশুমের জন্য শীতের ইতি ঘটেছে। আর পড়বে না শীত। তবে এবার সকলকে ভুল প্রমাণ করে ফের ফিরছে শীত। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ফের জাঁকিয়ে শীত উপভোগ করবে বঙ্গবাসী।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে সকাল ও সন্ধ্যের সময় শীতের আমেজ থাকবে। আগামীকাল, সোমবার পারদ তিন ডিগ্রি নামতে পারে বলে খবর। মঙ্গল ও বুধবার তাপমাত্রা সামান্য বাড়লেও বৃহস্পতিবার থেকে উত্তুরে হাওয়া বইবে হু হু করে। আর এর জেরে শহরের তাপমাত্রা নেমে যাবে ১৫ ডিগ্রির কাছাকাছি।
আজ, রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার জেলাগুলিতে ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা। ফেব্রুয়ারির গোড়াতেই যে শীতের আরও একটা ইনিংস ফের বঙ্গে আসতে চলেছে, তা বোঝাই যাচ্ছে। আগামী বৃহস্পতিবার থেকে সোমবারের মধ্যেই ফের মোটা শোয়েটার, চাদর পড়তে হবে বলেই মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে সকাল বেলা ও ভোররাতে হালকা কুয়াশা থাকতে পারে। দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামীকাল, সোমবার দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের নানান জেলায় আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী পাঁচদিন আবহাওয়া শুষ্কই থাকবে।
আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তা সুস্পষ্ট নিম্নচাপ এবং পরবর্তী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে। তা ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। পয়লা ফেব্রুয়ারি এই নিম্নচাপই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নাগাদ গভীর নিম্নচাপ হিসেবে শ্রীলঙ্কা উপকূলের দিকে এগিয়ে যাবে। তবে বাংলায় এর সরাসরি কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।