শো চলাকালীন বন্ধ হয়ে গেল ‘দ্য কাশ্মীর ফাইলস’এর প্রদর্শনী, তুমুল উত্তেজনা বালুরঘাটের সিনেমা হলে

প্রথম শো-তেই ঘটে গেল বিপত্তি। বালুরঘাটে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির প্রদর্শনী চলাকালীন হঠাৎ করেই বন্ধ হয়ে গেল শো। বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর ফের চালু হয় প্রদর্শনী। ঘটনাটি ঘটেছে গতকাল, শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের কল্যাণী সিনেমা হলে। ঘটনাকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে শাসকদলের ষড়যন্ত্র বলে দাবী করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।
জানা গিয়েছে, গত ১৮ই মার্চ অর্থাৎ গতকাল, শুক্রবার থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের কল্যাণী সিনেমা হলে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির প্রদর্শনী শুরু হয়েছে। এদিন একেবারে প্রথম শোতেই কল্যাণী সিনেমা হলে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি দেখতে যান দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব৷ কিন্তু ছবিটি শুরু হওয়ার কিছুক্ষণ পরেই প্রেক্ষাগৃহে প্রদর্শনী বন্ধ হয়ে যায়৷ প্রায় ১৫ মিনিট শো বন্ধ থাকার পর আবার শুরু হয় ছবি। এরপর অবশ্য আর কোনও বিঘ্ন ঘটেনি।
এদিন কল্যাণী সিনেমা হলে এই ছবিটির প্রথম শো দেখতে গিয়েছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, প্রাক্তন জেলা সভাপতি বিনয় কুমার বর্মন, বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক অভিষেক সেনগুপ্ত সহ অন্যান্য জেলা বিজেপি নেতৃত্বরা৷ জাতীয় পতাকা হাতে নিয়েই এদিন সিনেমা হলে আসেন তারা। কিন্তু হঠাৎই ছবির প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়ার পিছনে শাসকদলের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন তারা।
এদিন কল্যাণী সিনেমা হল থেকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখে বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, “পশ্চিমবঙ্গে এই সিনেমা না দেখানোর জন্য প্রথম থেকেই সবরকম চেষ্টা করা হয়েছিল। এবার বালুরঘাটেও সিনেমা চলাকালীন যা ঘটল, তার পিছনেও চক্রান্ত রয়েছে”। তবে রাজ্যের নির্দেশে নয়, কাশ্মীরের ইতিহাস জানার জন্যই তাঁরা সিনেমাটি দেখতে এসেছেন দাবী জানিয়ে দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে সকলকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি দেখার আবেদন জানান জেলা বিজেপি নেতৃত্ব৷
বলে রাখি, গত ১১ই মার্চ ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই গোটা দেশে এই ছবি নিয়ে চর্চা তুঙ্গে। একদিকে এই ছবির যেমন প্রশংসা করা হয়েছে, ঠিক তেমনই আবার জুটেছে সমালোচনা। এই ছবিকে বিজেপির প্রোপাগান্ডা বলে দেগেছে বিরোধীরা। তবে সবকিছু পেরিয়ে দারুণ সাফল্য পেয়েছে এই ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ছবির ভূয়সী প্রশংসা করেছেন।