West Bengal

ঢাক-ঢোল পিটিয়ে এত প্রচার, কিন্তু ফলাফল? এখনও ৮ শতাংশেই আটকে সংযুক্ত মোর্চা!

বিজ্ঞাপন

নতুন মুখ, নতুন আশা, নতুন প্রতিশ্রুতি নিয়ে ভোটের ময়দানে নেমেছিল সংযুক্ত মোর্চা। অনেক ধরণের প্রচার, হাল্লাগাড়ি নিয়ে জায়গায় জায়গায় প্রচার, ‘নো ভোট টু বিজেপি’, সবই হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ধোপে টিকল না কিছুই। সংযুক্ত মোর্চা এখনও পর্যন্ত গণনা অনুযায়ী ৮ শতাংশ ভোটেই আটকে।

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে বাম-কংগ্রেস জোট বাঁধে। এর সঙ্গে যুক্ত হয় আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফ। তাদের পণ ছিল বিজেপিকে কোনওভাবেই এ রাজ্যে আসতে দেওয়া যাবে না। লড়ার শক্তি হিসেবে নানান তরুণ মুখকে সামনে আনে বামফ্রন্ট। রাজ্যজুড়ে ব্যাপকহারে শুরু হয় প্রচার। কিন্তু তা-ও শেষ পর্যন্ত কোনও লাভ হল না। যুব নেতারা সকলেই প্রায় পিছিয়ে রয়েছেন।

বিজ্ঞাপন

বামফ্রন্টের প্রত্যাশা ছিল, নতুন মুখ, তরুণ প্রজন্মকে সামনে আনলে মানুষের বিশ্বাস অর্জন করা যাবে। কিন্তু দেখা যাচ্ছে, সেই তরুণ প্রজন্মের মীনাক্ষী হোক বা দীপ্সিতা বা শতরূপ, সকলেই প্রায় নিজের কেন্দ্র থেকে পিছিয়ে পড়েছে। গত লোকসভা ভোটে দেখা গিয়েছিল যে বামেরা ৭ শতাংশ ভোট পেয়েছিল। সেই ভোট এবারের বিধানসভা নির্বাচনে কোথায় গিয়ে ঠেকে, এখন সেটাই দেখার পালা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading