রাজ্য

পঞ্চায়েত ভোটে জিততে মরিয়া মমতা! নির্বাচনের আগে তৃণমূলের নয়া কর্মসূচি ‘দিদির সুরক্ষা কবচ’

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। ভোটে জিততে এবার নয়া কর্মসূচি নিয়ে হাজির তৃণমূল (TMC)। ‘দিদিকে বলো’র পর এবার ঘাসফুল শিবিরের নতুন কর্মসূচি ‘দিদির রক্ষা কবচ’। আজ, সোমবার নজরুল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে এই নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

আগামী দু’মাস ধরে গোটা রাজ্য এই ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি চলবে। আগামী ১১ জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচি বাস্তবায়িত করতে সাড়ে ৩ লক্ষ দলীয় প্রতিনিধি ‘দিদির দূত’ হিসাবে নির্বাচিত। দলের সিদ্ধান্ত অনুযায়ী সাড়ে ৩ লক্ষ দলীয় প্রতিনিধি মোট ২ কোটি পরিবারের কাছে পৌঁছবেন। ‘দুয়ারে সরকার’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘সবুজসাথী’, ‘কন্যাশ্রী’র মতো রাজ্য সরকারের ১৫টি প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা, সে বিষয়ে খোঁজখবর নেবেন ‘দিদির দূতে’রা।

৩২০ জন নেতা আগামী দু’মাস ধরে রাজ্যের নানান গ্রামে যাবেন।  দিন করে নির্দিষ্ট জায়গায় রাত্রিযাপন করবেন তারা। দলের তরফে সমস্ত তথ্য দিয়ে দেওয়া হবে যে তারা কোথায় যাবেন বা কার সঙ্গে দেখা করবেন। তারা স্থানীয়দের অভাব-অভিযোগ শুনবেন। সেই অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।

ওই নেতাদের রাত্রিযাপনের পর সেই গ্রামে যাবেন ‘দিদির দূত’রা। তারা খতিয়ে দেখবেন যে আদৌ সমস্যার সমাধান হল কী না। এছাড়াও, ‘দিদির দূত’ নামে একটি অ্যাপও প্রকাশ করা হয়েছে যা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। এদিন নজরুল মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সির সামনেই ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির লোগো প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বলে রাখি, চলতি বছরেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন। এর আগে বাড়ি বাড়ি নানান প্রকল্প পৌঁছে দেওয়াই এখন তৃণমূলের লক্ষ্য। সেই কারণে জোর দেওয়া হচ্ছে জনসংযোগের উপর। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জনসংযোগের উপর জোর দেওয়ার কথা বলেছেন। সেই পথেই এবার হাঁটছে তাঁর দল।

debangon chakraborty

Related Articles

Back to top button