WB Election 2021: বিজেপি নেতাকে ব্যাপক মারধর, পরে মুখে প্রস্রাব, অভিযোগের তীর তৃণমূলের দিকে

পূর্ব মেদিনীপুরে ভোটপর্ব মিটে গিয়েছে, কিন্তু এরপরও রাজনৈতিক হিংসা থামছে না এই অঞ্চলে। মাঝে মধ্যেই জেলার নানান প্রান্ত থেকে নানান ঝামেলা, মারামারি, রক্তক্ষরণের খবর উঠে আসছেই। এরই মধ্যে ফের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল মেচেদাতে। খবর মিলেছে, এক বিজেপি নেতাকে ব্যাপক মারধর করে তাঁর মুখে প্রস্রাব করে দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে তৃণমূলের দিকে। ইতিমধ্যেই, বিজেপির তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বিজেপি সূত্রের খবর, গতকাল, বুধবার রাত ১২টা নাগাদ কাজ সেরে বাড়ি ফিরছিলেন মেচেদার ৫ নম্বর বুথের বিজেপি দলের বুথ সভাপতি শ্যামসুন্দর দাস। তখন তাঁকে রাস্তায় ঘিরে ধরে তৃণমূলের দুষ্কৃতী নাজিমুল ইসলাম ও তাঁর দলবল। রাস্তায় ফেলে ব্যাপক মারধর করা হয় তাঁকে। এরপর তাঁর মুখে প্রস্রাব করে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।
আরও পড়ুন- বাঙালিদের বৈশাখি শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, উচ্ছ্বসিত প্রবাসী বাঙালি
শ্যামসুন্দরবাবুর চিৎকার করতে থাকলে স্থানীয়রা ছুটে আসেন। উদ্ধার করেন তাঁকে। এরপর তড়িঘড়ি তাঁকে কাকটিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
বিজেপির অভিযোগ, এই এলাকায় নির্বিঘ্নেই ভোট মিটেছে। হার নিশ্চিত জেনেই সেখানে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপি। বিজেপির তরফে মেচেদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।
আরও পড়ুন- সিপিএমকে ভোট দিলে হাত কেটে নেব, হুমকি তৃণমূল নেতার, উত্তপ্ত নানুর
এই ঘটনায় জেলা তৃণমূল নেতা অখিল গিরির দাবী, “এরকম কোনও অভিযোগ এখনও পাইনি। কেউ যদি এ কাজ করে থাকে তাহলে তার শাস্তি হবে”।