রাজ্য

শুভেন্দুর সভায় যোগ দেওয়ার ‘অপরাধ’! বিজেপি কর্মীদের বেধড়ক মারধর, অভিযোগের তীর তৃণমূলের দিকে

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভায় যোগ দেওয়ার কারণে মারধর করা হল বিজেপি কর্মীদের। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। আহত বিজেপি কর্মীদের (BJP Workers) দাবী, শুভেন্দুর সভায় যোগ দেওয়ায় তাদের মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhums) মল্লারপুর থানার অন্তর্গত ঝিকড্ডা অঞ্চলে।

জানা গিয়েছে, এই অঞ্চলের বিজেপি বুথ সহ-সভাপতি ও তাঁর দাদাকে মারধর করা হয়েছে আর সেই অভিযোগের তীর গিয়েছে তৃণমূলের দিকে। মারধরের জেরে গুরুতর আহত হন ওই বিজেপি কর্মীরা। তাদের মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এই ঘটনায় তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

গত ১১ ফেব্রুয়ারি বীরভূম জেলার ময়ুরেশ্বরের কোটাসুরে জনসভা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, ওই জনসভায় গিয়েছিলেন ঝিকড্ডা অঞ্চলের বুথ সভাপতি এবং তাঁর দাদা। অভিযোগ, সেই সভায় যোগ দেওয়ার কারণে বিজেপির ওই দুই কর্মীকে মারধর করেন তৃণমূল কর্মীরা।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ এসে ওই বিজেপি কর্মীদের উদ্ধার করে। এরপর ওই বিজেপি কর্মীদের নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেই চিকিৎসাধীন গেরুয়া শিবিরের কর্মীরা।

এই ঘটনা প্রসঙ্গে ময়ুরেশ্বর এক নম্বর ব্লকের মণ্ডল সভাপতি শ্যামল বন্দ্যোপাধ্যায় বলেন, “শুভেন্দু অধিকারীর সভায় গিয়েছিল ঝিকাড্ডি অঞ্চলের আমাদের বিজেপি কর্মীরা। গত কাল তৃণমূলের ছেলেরা এসে তাঁদের উপর চড়াও হও। শুভেন্দুর সভায় কেন গিয়েছিল, তা নিয়ে প্রশ্ন করে। এর পর মারধর শুরু করে। তৃণমূলের কর্মীরা ম’দ্য’প অবস্থায় ছিলেন। গালিগালাজ করছিলেন”।

এই ঘটনায় আজ, সোমবার লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান ওই বিজেপি নেতা। এই ঘটনায় প্রতিক্রিয়া জানার জন্য এক সংবাদমাধ্যমের তরফে তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয় ঠিকই কিন্তু এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তারা।

debangon chakraborty

Related Articles

Back to top button