রাজ্য

WB Election 2021: পায়েলের প্রচারে বাধা, দলীয় কর্মীর উপর হামলা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে থানায় ধর্না বিজেপি কর্মীদের

বিজেপি তারকা প্রার্থী পায়েল সরকারের ভোট প্রচারে বাধা ও বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় দফা ভোটের আগে উত্তপ্ত ঠাকুরপুকুর থানা এলাকা। থানায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা, ধর্নায় বসেছেন তারা। এবার দিকে, তৃণমূল প্রার্থী শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি কর্মীরা নাকি এক মহিলা তৃণমূল কর্মীর উপর হামলা করেছে।

বেহালা পূর্বে বিজেপির তরফে প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার। তাঁরই বিরুদ্ধে তৃণমূলের যুযুধান প্রতিপক্ষ শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায়। গত একমাস ধরে জোরকদমে প্রচার চালাচ্ছেন দুই পক্ষই। হার মানতে নারাজ দুই প্রার্থীই।

আরও পড়ুন- তৃতীয় দফা ভোটের আগেই চাপের মুখে মমতা, তিন জেলার পুলিশ কর্তাদের অপসারিত করল কমিশন 

আজ, রবিবার সকালে ১৪৪ নম্বরে প্রচারে যান পায়েল সরকার। তাঁর অভিযোগ, রাস্তা বাঁক নেওয়ার সময় গাড়ি কিছুটা শ্লথ গতিতে এগোচ্ছিল। ঠিক তখনই লাঠি নিয়ে তাদের উপর চড়াও হয় তৃণমূলের কর্মীরা। প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করে। তাদের দলের ১৫-২০ কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ তারকা প্রার্থীর। এরপর আক্রান্তদের নিয়ী ঠাকুরপুকুর থানায় যান তিনি। অভিযোগ দায়ের করা হয় তৃণমূলের বিরুদ্ধে। থানার সামনে ধর্নায় বসে বিজেপি কর্মীরা।

আরও পড়ুন- হুইলচেয়ারে মমতা, র‍্যালির মধ্যেই ঢুকে গেল পাগলা ষাঁড়, হুলস্থূল কাণ্ড হাওড়ায়

এদিকে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের অভিযোগ, তাদের দলের এক মহিলা কর্মীকে বিজেপি এমন মারধর করেছে যে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাঁর অভিযোগ, “একমাস ধরে প্রচার চলছে, কোনওদিন কিছু হয়নি। আর ভোটের ক’দিন আগে এসব বলে উত্তেজনা ছড়ানো হচ্ছে। আমার দলের দলের কর্মীদের আমি সরিয়ে নিয়েছি। তবে বিজেপির কর্মীরা এখনও থানার সামনে”। এই অভিযোগ ও পাল্টা অভিযোগের জেরে তৃতীয় দফা ভোটের আগে বেশ উত্তপ্ত বেহালার পরিস্থিতি।

debangon chakraborty

Related Articles

Back to top button