রাজ্য

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক আদিবাসীদের জমি দখল করছেন তৃণমূল নেতা, চাঞ্চল্যকর অভিযোগ ভাঙড়ে

বর্তমান প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে নানান অভিযোগ উঠে আসছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। নানান প্রান্ত থেকে অভিযোগ উঠেছে যে তৃণমূল নেতা বা তাদের স্ত্রী বা তাদের পরিচিত যাদের নিজস্ব পাকাবাড়ি রয়েছে, তাদের নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। কিন্তু যারা ঘরহারা, তাদেরই নাম নেই সেই তালিকায়। এবার তৃণমূল পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে জোর করে আদিবাসীদের জমি দখল নেওয়ার অভিযোগ উঠল।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার ভাঙরের তাড়দহ গ্রাম পঞ্চায়েত এলাকার মাকালতলায়। স্থানীয় সূত্রে খবর, বাসন্তী হাইওয়ের পাশে মাকালতলা আদিবাসী পাড়ায় প্রায় ৭০টি পরিবার বসবাস করে। অভিযোগ, তাড়দহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা এলাকার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরী এই এলাকার সাধারণ মানুষের জমি জোর করে দখল করেছেন।

স্থানীয়দের অভিযোগ, নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকদিন ধরেই এভাবে জোর করে জমি দখল করছেন ওই তৃণমূল নেতা। এর জেরে আদিবাসী সম্প্রদায়ের মানুষ সমস্যার মুখে পড়েছেন। বাসিন্দারা অভিযোগ করেছেন যে তৃণমূল নেতা নিজের অনুগামীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে জমি দখল করছেন। জমি না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। ভুক্তভোগীরা ইতিমধ্যেই লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছেন।

এক স্থানীয় বাসিন্দার কথায়, “এটা আদিবাসী এলাকা। আমরা এই জমির দায়িত্বে রয়েছি। কিছু দালাল এই জমি নিতে চাইছেয। আমরা বলেছিলাম উপযুক্ত পাওনা দিলে সবাই জমি দিতে পারে। কিন্তু ওঁরা সবাইকে নিয়ে বসতে রাজি হচ্ছে না। দালালরা বাড়িতে বাড়িতে লোক পাঠাচ্ছে, এবং অল্পদামে জমি বিক্রি করে দেওয়ার জন্য জোর দিচ্ছে”।

অন্য এক বাসিন্দা জানিয়েছেন, “আমাদের গ্রামটা আদিবাসী গ্রাম। দীর্ঘদিন ধরে আমরা বাস করে আসছি। সম্প্রতি কিছু দালাল ও প্রমোটার এবং তৃণমূল নেতাদের মদতে চাষীদের জমি কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। রাকেশ রায়চৌধুরী জমি দখলের মূল মাথা”।

এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত। অন্যদিকে, জেলা যুব তৃণমূল সভাপতি তথা ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেন, “আমরা এখনও এই ধরনের কোনও অভিযোগ পাইনি। জমি নিয়ে সমস্যা হয়েছে বলে শুনেছি। আমরা খোঁজখবর নিয়ে বিষয়টি জানর চেষ্টা করছি। কোনও সম্প্রদায়ের থেকে এভাবে জমি দখল করা হলে দল সেটা মেনে নেবে না। ব্যবস্থা নেওয়া হবে”।

debangon chakraborty

Related Articles

Back to top button