‘এই দলে টাকা দিলেই সব পাওয়া যায়, টাকা না থাকলে কোনও দাম নেই’, পুরসভায় পদ না পেয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেত্রীর

টাকা দিলেই চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান সব পদ পাওয়া যায়, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেত্রী। বনগাঁ পুরসভার শপথগ্রহণ অনুষ্ঠান শেষে দলের প্রতি কার্যত ক্ষোভ উগড়ে দেন বনগাঁ পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যা কৃষ্ণা রায়।
গতকাল, বুধবার শপথ গ্রহণ শেষ হওয়ার আগেই পুত্রবধূ তথা কাউন্সিলর টুম্পা রায়কে নিয়ে ঘর থেকে বেরিয়ে যান কৃষ্ণা রায়। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এই দলে টাকা না থাকলে কোন দাম নেই। টাকা দিয়ে পদ নেওয়া হয়। কেউ একবার জিতে চেয়ারম্যান হয়। কেউ বহুবার জিতেও কোন পদ পান না। আমি তো আর বিএমডব্লিউ গিফট করতে পারব না। করতে পারলে আমিও হতে পারতাম”।
বলে রাখি, তৃণমূলের প্রার্থী হয়েই কৃষ্ণা রায় বনগাঁ পুরসভায় ছ’বার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তিনবার ভাইস চেয়ারম্যানও হয়েছেন তিনি। কিন্তু এবার তাঁকে কোনও পদ দেওয়া হয়নি।
এদিন নির্দল, বিজেপি ও কংগ্রেস-সহ বনগাঁ পুরসভার ২২ জন কাউন্সিলর শপথ গ্রহণ করেন। বনগাঁ পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হন গোপাল শেঠ ও ভাইস চেয়ারম্যান হয়েছেন জ্যোৎস্না আঢ্য।
কৃষ্ণা রায়ের এমন বিস্ফোরক মন্তব্যের প্রসঙ্গে নবনিযুক্ত পৌর প্রধান গোপাল শেঠ বলেন, “আগামীদিনে কৃষ্ণা দেবী আরও বড় কোন পদে থাকতে পারেন। আমরা দলের সৈনিক। কৃষ্ণ রায় আমাদের কাকিমা। আমাদের মাথার মনি। আমাদের যাকে যেখানে দেওয়া হবে সেখানেই কাজ করব”।