রাজ্য

ফের হুঁশিয়ারি! ‘পঞ্চায়েত ভোটে না জেতালে বন্ধ ২ টাকা কেজি দরে চাল’, স্বাস্থ্যসাথী কেড়ে নেওয়ার হুমকি দিলেন তৃণমূল নেতা

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। সমস্ত রাজনৈতিক দলগুলিই নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। কাউকে একচুল জমিও কেউ ছাড়তে রাজি নয়। একদিকে তৃণমূলের (TMC) শীর্ষ নেতৃত্ব যখন বারবার বলছে যে পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে, কোনও গা-জোয়ারি করা চলবে না। ঠিক অন্যদিকে নানান তৃণমূল নেতা (TMC Leader) বারবার নানান হুঁশিয়ারি শানিয়েই চলেছেন। এবার এক তৃণমূল নেতা  হুঁশিয়ারি শানিয়ে বললেন, “পঞ্চায়েত ভোটে না জেতালে বন্ধ ২ টাকা কেজি দরে চাল”।

ক্যানিং পূর্ব বিধানসভায় জীবনতলা সারেঙ্গাবাদের প্রধান হলেন ইছাউদ্দিন সর্দার। পঞ্চায়েত ভোটের আগে কর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি শানিয়ে তিনি বলেন, “বিধানসভা ভোটে ফল খারাপ হয়েছে। তৃণমূলের সাথে থেকে বিশ্বাসঘাতকতা করে যারা আইএসএফ করেছে। পুনরায় যদি সেই ভুল করে তাহলে বড় খেসারত দিতে হবে”।

ঠিক কী এই ‘খেসারত’? তিনি বলেন, “আমরা মনে করলে স্বাস্থ্য সাথী কার্ড কেড়ে নিতে পারতাম। দু’টাকা কিলো দরে চালও বন্ধ করতে পারতাম। কিন্তু আমরা সেটা করিনি। তাই পুনরায় যেন সেই ভুল না হয়”।

এরপর তিনি আরও দাবী করেন, “পঞ্চায়েত ভোটে আমরা বিরোধী শূন্য করতে চাই। আর কেউ যদি মনে করে লড়বে বাপের বেটা হয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে সংঘাতে লড়ে দেখাক”। এভাবেই প্রকাশ্যে কর্মীদের উদ্দেশে হুঙ্কার দিলেন এলাকার প্রধান ইছাউদ্দিন সর্দার।

এখানেই শেষ নয়, তাঁর আরও সংযোজন, “সারেঙ্গাবাদের ১৫২ নম্বর বুথ বিরোধী শূন্য করতে হবে। কেউ যদি মনে করেন আমাদের সঙ্গে থাকবেন, আমাদের রাস্তার উপর দিয়ে চলবেন, আমাদের সরকারি ২ টাকা চাল খাবেন। আমাদের সরকারি সাইকেল নিয়ে আব্বাস উদ্দিনের মিটিংয়ে যাবেন, সেটা হতে দেব না”।

এই ঘটনায় বিরোধীদের মত, তৃণমূল পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে হতে দেবে না। সেই কারণেই এমন হুঁশিয়ারি বারবার। এই প্রসঙ্গে নওসাদ সিদ্দিকি বলেন, “এই ধরনের তোলাবাজ নেতাগুলো সরকার এবং পার্টির মধ্যে যে বিভেদ রয়েছে তা ভুলে যাচ্ছে।  এই প্রকল্পগুলি মানুষের ট্যাক্সের টাকায় চলছে। তাই এইসব মন্তব্য করে আইএসএফ কর্মীদের রোখা যাবে না”।

Related Articles

Back to top button