রাজ্য

মহাবিপদে মমতা! জাতীয় দলের তকমা হারানোর পথে তৃণমূল, নোটিশ দিয়ে সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন

তৃণমূল (TMC) তার জাতীয় দলের (national party) তকমা হারাতে চলেছে। সেই কারণে এবার তড়িঘড়ি নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হল তৃণমূল। গতকাল, মঙ্গলবার তৃণমূল সাংসদ তথা রাজ্যসভায় তৃণমূলের মুখ্য আহ্বায়ক সুখেন্দু শেখর রায় (Sukhendu Shekhar Roy) সাক্ষাৎ করলেন মুখ্য নির্বাচন কমিশনার ও কমিশনের গোটা বেঞ্চের সঙ্গে। প্রায় ৩০ মিনিট ধরে কথাবার্তা হয় দু’পক্ষের, এমনটাই খবর সূত্রের।

জানা যাচ্ছে, দলনেত্রীর নির্দেশেই মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদ। আসলে, সম্প্রতি ত্রিপুরার নির্বাচনে নোটার থেকেই কম ভোট পেয়েছে মমতার দল। পশ্চিমবঙ্গের বাইরে শুধুমাত্র মেঘালয়ে তৃণমূলের ৫টি আসন রয়েছে। এরপরই নির্বাচন কমিশনের তরফে এই নোটিশ পাঠানো হল ঘাসফুল শিবিরকে। শুধুমাত্র তৃণমূলই নয়, এর সঙ্গে সিপিআই ও এনসিপি-রও জাতীয় দলের তকমা ঘুচতে পারে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, কমিশনের তরফে তৃণমূল, সিপিআই ও এনসিপি-কে এ ব্যাপারে নোটিশ দেওয়া হয়েছিল। তাদের কাছে জানতে চাওয়া হয়, কেন তাদের জাতীয় দলের তকমা রাখা হবে? এছাড়াও, ৬টি রাজ্যস্তরের দলকেও এই একই প্রশ্ন করা হয়েছে বলে জানা গিয়েছে। কমিশন জানতে চেয়েছিল, প্রত্যেক দলের প্রতিনিধিদের এই বিষয়ে কী বক্তব্য রয়েছে। সেই কারণেই কমিশনে যান তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়, এমনটাই জানা যাচ্ছে।

নির্বাচন কমিশনের সিম্বল অর্ডার সেকশন ৬বি অনুযায়ী, কোনও দলকে যদি জাতীয় দলের তকমা পেতে হয়, তাহলে তিনটি শর্তের মধ্যে একটি শর্ত পূরণ করতেই হবে। এক, ওই দলকে লোকসভা নির্বাচনে কমপক্ষে তিনটি রাজ্য থেকে ভোটে লড়তে হবে আর দেশের মোট আসনের অন্তত ২ শতাংশ ভোট পেতে হবে।

দুই নম্বর শর্ত হল, লোকসভা নির্বাচনে কমপক্ষে ৪টি রাজ্য থেকে ৬ শতাংশ ভোট পেতে হবে ও এক বা তার বেশি রাজ্য থেকে ৪টি করে আসন পেতে হবে। আর তৃতীয় শর্ত হল, ৪ বা তার বেশি রাজ্যে ওই দলকে রাজ্যদলের তকমা পেতে হবে। এই তিনটি শর্তের মধ্যে যে কোনও একটি শর্ত পূরণ করলেই জাতীয় দলের তকমা জুটবে কোনও রাজনৈতিক দলের। কিন্তু এই তিন শর্তের মধ্যে একটি শর্তও আপাতত তৃণমূলের দিকে নেই।

debangon chakraborty

Related Articles

Back to top button