রাজ্য

‘নিজের পছন্দের তালিকা পাঠাব মুখ্যমন্ত্রীকে, মঞ্জুর না করলে সবাই নির্দলে লড়বে’, পঞ্চায়েতের প্রার্থী নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক

তিনি নিজের পছন্দেরই তালিকা পাঠাবেন, যদি তা মঞ্জুর না হয় তাহলে সকলে নির্দলে লড়বে। পঞ্চায়েত নির্বাচনে (Panchayet Election) প্রার্থী নিয়ে এমনটাই সাফ জানিয়ে দিলেন তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী (Abdul Karim Chowdhury)। এর আগেও কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বৈঠক বয়কট করেছিলেন তিনি। আর এবারও শীর্ষ নেতৃত্বকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি।

প্রসঙ্গত, এর আগে কালীঘাটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন যে পঞ্চায়েতের প্রার্থী তিনি নিজেই বাছাই করবেন। অন্য কাউকে ধরে কোনও লাভ নেই। কালীঘাট থেকেই মিলবে পঞ্চায়েতের টিকিট। এমন আবহে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক।

তালিকা সম্পর্কে আব্দুল করিম বলেন, “আমি লিস্ট পাঠাবো। সেটাই মঞ্জু করতে হবে। যদি না মঞ্জুর হয়, তাহলেও প্রত্যেকে ভোটে লড়বে। নির্দল থেকে লড়বে। যাঁরা এলাকার মানুষের জন্য কাজ করতে চায়, তাদের বসিয়ে রাখব কেন”? তাঁর দাবী, সেই সমস্ত প্রার্থীদের গোজ প্রার্থী হিসেবে চিহ্নিত করা ভুল হবে।

পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, উত্তর দিনাজপুরে ইসলামপুরে তৃণমূলের মধ্যে ফাটল যেন ততই স্পষ্ট হয়ে উঠছে। আর বিধায়ক আব্দুল করিমের নানান মন্তব্যে তা বারবার প্রকাশও পাচ্ছে। তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বিরুদ্ধেও তাঁর ক্ষোভ যেন মিটতেই চাইছে না।

এই প্রসঙ্গে দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, “বিধায়কের বা জেলা সভাপতির দল হয় না, দলেরই বিধায়ক বা জেলা সভাপতি হন। সুতরাং টিকিটের বিষয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত হবে”। তাঁর মতে, যে কেউই প্রস্তাব পাঠাতে পারে, তবে দলের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

এই বিষয়ে বিজেপির জেলা সাধারণ সম্পাদক তাপস বিশ্বাসের দাবী, জেলায় জেলায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল এভাবেই সামনে আসছে। এই নিয়ে মানুষই তাদের জবাব দেবে বলে দাবী তাঁর।

বলে রাখি, এর আগে কালীঘাটের বৈঠকে আব্দুল করিমের অনুপস্থিতি নিয়ে যখন প্রশ্ন ওঠে, সেই সময় তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে জানানো হয় যে তারা এই বিষয়ে গুরুত্ব দিতে নারাজ। তাদের মতে, একটা এত বড় দলে একজন কী মন্তব্য করল না করল, তাতে কিছু এসে যায় না।

debangon chakraborty

Related Articles

Back to top button