১১ জনের চাকরি চেয়ে পার্থকে চিঠি তৃণমূল বিধায়কের, খবর ভাইরাল হতেই বিধায়ক বললেন, ‘কী লিখেছিলাম মনে পড়ছে না’

নিয়োগ দুর্নীতি (recruitment scam) নিয়ে এখন রাজ্য উত্তাল। একের পর এক তৃণমূল নেতার যোগ মিলছে এই দুর্নীতিতে। জেলবন্দি শাসক দলের একাধিক নেতা। নিয়োগ দুর্নীতির জেরে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও (Partha Chatterjee)। এরিব মধ্যে এবার বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ কুমার মালিকের (Nisith Kumar Mullick) একটি চিঠি (letter) নিয়ে বেশ বিতর্ক তৈরি হল।
সোশ্যাল মিডিয়ায় এখন এই চিঠি ভাইরাল। যদিও খবর ২৪৭ সেই চিঠির সত্যতা যাচাই করে নি। তবে বিধায়কের প্যাডে লেখা হয়েছে ওই চিঠি ও তাতে বিধায়কের স্ট্যাম্প ও সইও রয়েছে। ২০২০ সালে লেখা ওই চিঠিতে তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়কে আবেদন করেছিলেন ১১ জনকে চাকরি দেওয়ার জন্য। অভিযোগ, সেই চাকরি দেওয়ার নামে টাকাও চাওয়া হয়েছিল।
এই চিঠির কথা ভাইরাল হতেই নিশীথ কুমার মালিক জানান তাঁর এমন কোনও চিঠির কথা মনে নেই। তাঁর কথায়, “আমাদের কাছে অনেক মানুষ নানা দাবী নিয়ে আসেন। আমরা সেই দাবি চিঠি লিখে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে পাঠিয়ে দিই। প্রায় আড়াই আগের ওই চিঠি। কী লেখা হয়েছিল আমার মনে নেই। চিঠি যে আমি লিখেছিলাম তার নিশ্চয়তা কী”?
তিনি আরও বলেন, “চিঠি দিয়ে কারও নাম পাঠানোর মানেই তো আর চাকরি হয়ে গেল তেমনটা নয়। একটি নির্দিষ্ট পদ্ধতিতে চাকরি হয়। সেটা সংশ্লিষ্ট দফতর ঠিক করে”।
প্রসঙ্গত, ২০২০ সালের ডিসেম্বর মাসে ওই চিঠিটি দেওয়া হয়েছিল। ওই চিঠিতে ১১ জন চাকরি প্রার্থীর নাম উল্লেখ ছিল। সেই নামের সঙ্গে দেওয়া ছিল চাকরিপ্রার্থীদের রোল নম্বর ও দুজনে নামের পাশে ছিল ‘অ্যাপ্লিকেশন আইডি’ও। ওই চাকরিপ্রার্থীরা প্রশিক্ষিত না অপ্রশিক্ষিত, তাও উল্লেখ ছিল ওই চিঠিতে।
এই চিঠি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। জেলা সিপিএম নেতৃত্বের তরফে এই চিঠি তদন্ত দাবী করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য অপূর্ব চট্টোপাধ্যায় বলেন, “তৃণমূল চাকরির নামে লক্ষ লক্ষ টাকা তুলেছে। আবার যোগ্য প্রার্থীরা বসে অনশন করছে”।
অন্যদিকে, এই বিষয়ে জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “বিধায়ক যে ওই চিঠি পাঠিয়েছেন কি না, জানতে হবে। না কি তাঁর প্যাড ব্যবহার করে বিধায়ককে অপদস্থ করার জন্য কেউ কিছু করেছে, তাও খোঁজও নেওয়া দরকার। বিষয়টি খোঁজ নেওয়া হবে। সত্যতা থাকলে দল অবশ্যই পদক্ষেপ করবে”।