দমকলের নিয়োগেও হয়েছে দুর্নীতি! টাকা নিয়ে চাকরি দিয়েছেন তেহট্টের তৃণমূল বিধায়ক, ভাইরাল অডিও ক্লিপকে ঘিরে তুমুল হইচই

বর্তমানে নিয়োগ দুর্নীতি (recruitment scam) নিয়ে গোটা বাংলা উত্তাল। শাসক দলের সব তাবড় তাবড় নেতাদের নাম জড়িয়েছে এই নিয়োগ দুর্নীতিতে। জেল খাটছেন খোদ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। এমন আবহে এবার দমকলের নিয়োগেও (fire brigade recruitment) দুর্নীতির আঁচ অভিযোগ উঠল। টাকা নিয়ে নিয়োগ করা হয়েছে দমকলে, এমনই অভিযোগ উঠল তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) বিরুদ্ধে।
সম্প্রতি একটি অডিও ক্লিপ সামনে এসেছে। এই অডিও ক্লিপটি প্রকাশ্যে আনেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। সেই অডিও ক্লিপ সামনে এনে তিনি দাবী করেছেন যে তৃণমূল বিধায়ক তাপস সাহা দমকলে চাকরি দেওয়ার নামে টাকা চাইছেন। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭।
তবে তেহট্টের বিধায়ক তাপস সাহা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর দাবী, যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে, তাতে যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে, সেটি তাঁর নয়। তাঁর কথায়, “আমি কি চাকরি দেওয়ার লোক”। শুধু তাই নয়, তিনি এও অভিযোগ করেন যে তাঁর বিরুদ্ধে ‘চক্রান্ত’ করা হচ্ছে।
এদিকে, বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির দাবী, তাপস সাহা টিনা সাহা ভৌমিক নামে দলেরই এক নেত্রীর থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা চেয়েছেন। এই টিনা সাহা ভৌমিক হলেন তৃণমূলের নদিয়া জেলা পরিষদের সদস্যা।
অন্যদিকে এই বিষয়ে তাপসের দাবী, টিনা সাহা ভৌমিক বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন। তিনি চক্রান্ত করে তাঁর বিরুদ্ধে এইসব করেছেন বলে দাবী তাপসের। তবে টিনা পাল্টা জানান, কেউ যদি তাঁর (তাপস সাহা) বিরুদ্ধে চক্রান্ত করে থাকে, তবে তিনি কেন কোনও ব্যবস্থা নিচ্ছেন না?
বলে রাখি, এর আগেও নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল এই তৃণমূল নেতা তাপস সাহার। সরকারি দফতর ও স্কুলে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন তিনি, এমনই অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এই ঘটনার তদন্ত করে সিআইডি। তাপস সাহার আপ্ত সহায়ককে গ্রেফতার করা হয় সেই সময়।