থানায় ঢুকে ‘দাদাগিরি’ তৃণমূল বিধায়কের, পুলিশকে ‘দু’টাকার চাকর’ বলে মন্তব্য, শুনেই বিধায়ককে কড়া ধমক দিলেন পুলিশ কর্তা

থানায় গিয়ে দাদাগিরি, পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে শোনা গিয়েছে পুলিশকে উদ্দেশ্য করে দু’টাকার চাকর বলে মন্তব্য করছেন তৃণমূল বিধায়ক। এই খবর পেয়ে থানায় পৌঁছন ডায়মন্ড হারবার থানার এসডিপিও ও কার্যত ধমকের সুরে কড়া কথা শোনান তিনি বিধায়ককে।
পুলিশ সূত্রে খবর অনুযায়ী, গত রবিবার উস্থি থানা এলাকার ভেলোরহাটে মা-কে খুন করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এই খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জয়ন্ত চৌধুরী নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ওই ব্যক্তি স্থানীয় তৃণমূল কর্মী। তাকে আটক করা হয়েছে, এই খবর পেয়েই থানায় হাজির হন বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা।
থানায় ঢুকে রীতিমতো পুলিশদের হুমকি দিতে থাকেন তৃণমূল বিধায়ক। এমনকি পুলিশকে দু’টাকার চাকরও বলেন তিনি। ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে থানার পুলিশের সঙ্গে বচসা চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত হন ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে। বিধায়ক কেন অভিযুক্তকে ছাড়ানোর চেষ্টা করছেন, তা জানতে চান এসডিপিও। বিধায়ককে যেতে না দিয়ে তাঁকে থানা চত্বরেই বসিয়ে রাখেন তিনি।
যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে এসডিপিও-কে বলতে শোনা যাচ্ছে, “কথায় কথায় আপনি কেন পুলিশের উর্দি খুলে নেওয়া, বদলি করার হুমকি দেন”? বিধায়ক বলেন, “আমি ভদ্র ঘরের ছেলে হুমকি দি না”। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি খবর ২৪৭।
এই কথাকাটির সময়ই গিয়াসুদ্দিন মোল্লা পুলিশকে ‘দুটাকার চাকর’ বলেন। বিধায়ক অভিযোগ করেন তাঁকে ‘ক্রিমিনাল’ বলা হয়েছে। তখন এসডিপিও বলেন, “কেউ আপনাকে ক্রিমিনাল বলেনি। কিন্তু অপরাধীকে সমর্থন করে ছাড়াতে এলে সেও সমান অপরাধী”।
এদিন বিধায়কের সঙ্গে ছিলেন তাঁর অনুগামীরাও। পুলিশ সকলকে লাঠিচার্জ করে সেখান থেকে বের করে দেয়। এসডিপিও-র সঙ্গে বিধায়কের এমন কথা কাটাকাটি চলাকালীন থানায় হাজির হন তৃণমূল জেলা পরিষদের সদস্য তন্দ্রা পুরকাইত। তিনি বিধায়ককে বোঝানোর চেষ্টা করলেও খুব একটা লাভ হয়নি। গিয়াসউদ্দিন মোল্লার কথায়, তিনি কথা প্রসঙ্গে এমন মন্তব্য করে ফেলেছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বেশ উত্তেজনা ছড়ায় মগরা হাট এলাকায়।