রাজ্য

‘সুযোগ পেলেই এখনও আমরা দলে ছেলেদের চাকরি দিই’, নিয়োগ দুর্নীতির মাঝে জোর গলায় ফের বিস্ফোরক মন্তব্য উদয়নের

রাজ্য এই মুহূর্তে নিয়োগ দুর্নীতির (recruitment scam) জেরে জর্জরিত। শাসক দলের একাধিক নেতারা এই দুর্নীতির জেরে জেলবন্দি। এমন আবহে বাম জমানায় (CPM regime) চিরকুটের সুপারিশে চাকরি নিয়ে পাল্টা তোপ দাগতে শুরু করেছে তৃণমূল। দু’দিন আগেই উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) নিয়োগ দুর্নীতি নিয়ে সাফাই দিতে গিয়ে নিজের মৃত বাবা তথা প্রাক্তন বামনেতা কমল গুহকে কাঠগড়ায় তুলেছিলেন। এবার ফের আরও এক বিস্ফোরক দাবী করলেন তিনি।

এক সংবাদমাধ্যমে উদয়ন গুহ বলেন, “আমি আবারও বলছি, বাম আমলে একটা কোটা সিস্টেম ছিল। বাম আমলে কোটা সিস্টেমে চাকরি হয়েছে এবং ফরওয়ার্ড ব্লক তার ভাগ পেয়েছে। ফরওয়ার্ড ব্লক ভাগ পাওয়া মানে কোচবিহারের অনেকের চাকরি হয়েছে। জেলা সম্পাদক হিসেবে বাবাকে সেই তালিকা অনুমোদন করতে হয়েছে। পরবর্তীকালে আমি যখন জেলা সম্পাদক ছিলাম আমাকেও দলের স্বার্থে সেই তালিকা অনুমোদন করতে হয়েছে। এটা জেনেই তালিকা অনুমোদন করেছি যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হবেন”।

এরপরই বিস্ফোরক দাবী করে উদয়ন বলেন, “সুযোগ পেলে পার্টির ছেলেদের এখনও আমরা চাকরি দিই। আমি মন্ত্রী হিসেবে তিনজনকে সহকারী হিসেবে নিযুক্ত করতে পেরেছি। নিয়ম অনুযায়ী এক বছর পর তাদের চাকরি স্থায়ী হবে। সেই তিনজনের প্রত্যেকেই পার্টির ছেলে”। জোর গলায় তাঁর এহেন মন্তব্য যে তৃণমূলকে নতুন করে ফের অস্বস্তিতে ফেলেছে, তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, দু’দিন আগেই উদয়ন গুহ বলেছিলেন যে বা, জমানায় তাঁর বাবা অনেককে চাকরি পাইয়ে দিয়েছেন। তিনি বলেছিলেন, “আমার বাবা যখন বাম আমলে মন্ত্রী ছিলেন, তখন অনেক দপ্তরে নিয়োগ করেছিলেন। আগেও চাকরি দেওয়ার কাজ হতো, পরেও হবে”। বলে রাখি, উদয়ন গুহর বাবা কমল গুহ বাম আমলে কৃষিমন্ত্রী ছিলেন।

যদিও উদয়নের এহেন মন্তব্যে বিশেষ আমল দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে বলেন, “উনি পাগলের মতো কী বলেছেন আমি জানিনা। কিন্তু চিরকুটে ওইভাবে চাকরি দেওয়া যায় না। চাকরি দেওয়ার জন্য অন্তত একটা আবেদন পত্র লাগে। আমি যখন প্রথম কাউন্সিলর হই তখন আমাকেও অনেকে পুরসভায় চাকরির জন্য অনুরোধ করত। রিক্রুটমেন্ট রুলস চালু হয়ে যাওয়ার পর থেকে এইভাবে চাকরি দেওয়া যায় না”।

debangon chakraborty

Related Articles

Back to top button